গাজীপুর সদর উপজেলার ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে অসৌজন্যমূলক আচরন, ছাত্রীদের গায়ে হাত দেওয়া, অকথ্য ভাষায় গালিগালাজ ও তাদের অভিভাববকদের অসদাচরনের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এসময় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির সভাপতির পদত্যাগ দাবী করেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভবানীপুর বাজার এলাকায় এক ঘন্টা বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এসময় মহাসড়কের উভয়পাশে যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হলে ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা।
বিক্ষোভকারী শিক্ষার্থীদের অভিযোগ, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল ইসলাম আকন্দ এবং পরিচালনা কমিটির সভাপতি আবুল হোসেন বিদ্যালয়ে নানা শিক্ষার্থীদের সাথে অসৌজন্যমূলক আচরন, ছাত্রীদের গায়ে হাত দেওয়া, অকথ্য ভাষায় গালিগালাজ ও তাদের অভিভাববকদের অসদাচরণ করে আসছে। এসময় ওই দুই জনের বিরুদ্ধে শিক্ষার্থীরা বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের অভিযোগও করেন। এসব অনিয়মের প্রতিবাদ জানিয়ে তারা প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির সভাপতির পদত্যাগ দাবি করেন।
পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করলে তারা এক ঘণ্টা পর অবরোধ তুলে নেয়। এরপরই মহাসড়কটিতে যান চলাচল স্বাভাবিক হয়।
এবিষয়ে গাজীপুরের ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল ইসলাম আকন্দ এবং পরিচালনা কমিটির সভাপতি আবুল হোসেন বলেন, শিক্ষার্থীদের দাবি অযৌক্তিক। বিদ্যালয়ের বাহিরের কিছু অসাধু ব্যক্তিদের ইন্দনে শিক্ষার্থীরা অযৌক্তিক দাবি নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এক ঘন্টা অবরোধ করে সাধারন মানুষের চলাচলে ব্যাঘাত সৃষ্টি করে দুর্ভোগে ফেলেছে।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ বলেন, আমরা শিক্ষার্থীদের কাছ থেকে তাদের অভিযোগের বিষয়টি জানার চেষ্টা করছি। ইতিমধ্যে ম্যানেজিং কমিটি ও উপজেলা শিক্ষা কর্মকর্তার সঙ্গে আলোচনা করেছি।
কেকে/ আরআই