মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় মো. বুলেট (৪১) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় তার বাড়ির পাশে খড়ের পালা থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
বুধবার (২৭ আগস্ট) রাতে র্যাব-৪, সিপিসি-৩ মানিকগঞ্জ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
গ্রেফতারকৃত বুলেট সিংগাইর উপজেলার গোবিন্দল গ্রামের মৃত তোতা মিয়া দেওয়ানের ছেলে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সকালে সিংগাইর থানার গোবিন্দল এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেফতারকৃত বুলেট দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে গাঁজার বড় বড় চালান এনে সিংগাইরসহ আশপাশের এলাকায় বিক্রি করছিলেন।
র্যাব আরো জানায়, বুধবার তিনি মাদক বিক্রির উদ্দেশ্যে গাঁজার একটি চালান এনে নিজ বাড়িতে খড়ের পালায় লুকিয়ে রাখেন। পরে র্যাব সদস্যরা বুলেটকে গ্রেফতার করে এবং তার দেখানো মতে ১৪ কেজি গাঁজা উদ্ধার করে।
এ বিষয়ে সিংগাইর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
কেকে/ এমএস