বাবা-মায়ের সঙ্গে অভিমান করে ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় রশির ফাঁস দিয়ে এক যুবক আত্নহত্যা করেছে।
রোববার (২৪ আগস্ট) রাতে কুড়িগ্রাম উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের কবিরমামুদ দালালীটারী গ্রামে।
নিহত যুবকের নাম মিলন মিয়া (২২)। তিনি ওই গ্রামের মকবুল হেসেনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে মা মন্জু বেগমের সাথে মিলনের পারিবারিক বিষয় নিয়ে ঝগড়াঝাটি হয়। ঝগড়ার সময় মিলন মা মন্জু বেগমের সাথে দুর্ব্যবহার করেন। এ নিয়ে রোববার রাতে বাবা-মাসহ পরিবারের সকলে মিলে মিলনকে শাসন করে মায়ের নিকট দুর্ব্যবহার করার জন্য। কিন্তু বিষয়টি তিনি মেনে নিতে না পেরে রাত সাড়ে ১১ টার দিকে তার শোয়ার ঘরের সিলিং ফ্যান এর সাথে রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। পরে পরিবারের লোকজন দ্রুত তাকে ফুলবাড়ী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মিলন মিয়া চার মাস আগে একই উপজেলার রসুন শিমুলবাড়ী গ্রামের সুজন মিয়ার মেয়ে সানজিদাকে পারিবারিক ভাবে বিয়ে করেন।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছালাম জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, পরিবারের লোকজনের সাথে অভিমান করে ওই যুবক আত্মহত্যা করেছেন। পরিবার ও স্থানীয়দের কোনো অভিযোগ না থাকায় ইউডি মামলা দায়ের করে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
কেকে/ এমএস