মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ‘মাতৃদুগ্ধকে অগ্রাধিকার দিন,টেকসই সহায়ক ব্যবস্থা গড়ে তুলুন’এই প্রতিপাদ্যে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) বেলা ১১টায় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মোস্তাফিজুর রহমান। টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আব্দুল মালেকের সভাপতিত্বে ও আবাসিক মেডিকেল অফিসার ডা. নুর আলম সিদ্দিকের সঞ্চালনায় আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, শিশু বিশেষজ্ঞস ডা.সাখাওত, গাইনি কনসালটেন্ট ডা. জেসমিন জাহান, টঙ্গীবাড়ী গার্লস স্কুলের শিক্ষিকা সাজিদা বানু, টঙ্গীবাড়ী অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আপন সরদারসহ হাসপাতালের অন্যান্য চিকিৎসক, নার্স, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী, ইউনিয়নের স্বাস্থ্যকর্মীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এ সময় বক্তরা বলেন, শিশুর জন্য মাতৃদুগ্ধের কোনো বিকল্প নেই। একজন মায়ের বুকের দুধ খাওয়া শিশু সুস্বাস্থ্যের অধিকারী হয়ে বেড়ে ওঠে। পাশাপাশি এসব শিশুদের রোগ প্রতিরোধক্ষমতাও অনেক বেশি থাকে। শিশুর মানসিক বিকাশেও মায়ের দুধের ভূমিকা অনবদ্য।
আলোচনা সভা শেষে একটি র্যালি বের হয়। র্যালিটি হাসপাতালের প্রধান ফটক থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রধান ফটকে এসে শেষ হয়।
কেকে/এএস