শনিবার, ২৩ আগস্ট ২০২৫,
৮ ভাদ্র ১৪৩২
বাংলা English
ই-পেপার

শনিবার, ২৩ আগস্ট ২০২৫
শিরোনাম: আল্লাহ দিলে ফেব্রুয়ারিতে নির্বাচন : স্বরাষ্ট্র উপদেষ্টা      পিআর পদ্ধতিতে নির্বাচন সংবিধানে নেই : সিইসি      ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণ, একই পরিবারের ৯ জন দগ্ধ      সরকারের উদাসীনতায় থামছে না মব সন্ত্রাস      ‘মৌলবাদ’ নিয়ে উত্তপ্ত রাজনীতি      শেখ হাসিনার বক্তব্য প্রচার করলেই আইনি ব্যবস্থা      কুমিল্লায় লরির নিচে চাপা পড়ে একই পরিবারের ৪ জন নিহত      
দেশজুড়ে
কুমিল্লা সার্ভে ইনস্টিটিউটের মানববন্ধন
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ২:১২ পিএম আপডেট: ২৩.০৮.২০২৫ ৪:২১ পিএম
ছবি : প্রতিনিধি

ছবি : প্রতিনিধি

ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) টেকনোলজির শিক্ষার্থীরা তাদের ন্যায্য দাবি ১০ম গ্রেড বাস্তবায়ন না হওয়া এবং বিএসসি ইঞ্জিনিয়ারদের অযৌক্তিক দাবির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন। 

শনিবার (২৩ আগস্ট) সকাল কুমিল্লা ইনস্টিটিউট ক্যাম্পাসে শতাধিক শিক্ষার্থী এই কর্মসূচিতে অংশ নেন। বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক ও পেশাজীবি সংগ্রাম পরিষদের ৭ দফা দাবি বাস্তবায়নে সরকারের দেরি এবং বিএসসি ইঞ্জিনিয়ারদের কথিত ৩ দফা দাবি নিয়ে অসন্তোষ থেকে এই আন্দোলন শুরু হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারের অর্থ মন্ত্রণালয় ইচ্ছাকৃতভাবে বিলম্ব করছে। এতে করে ডিপ্লোমা শিক্ষার্থীরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।

শিক্ষার্থী সুমাইয়া আক্তার বলেন, বিএসসি ইঞ্জিনিয়ারদের ৩ দফা দাবি সম্পূর্ণ অযৌক্তিক। তারা আমাদের ১০ম গ্রেড ছিনিয়ে নেওয়ার ষড়যন্ত্র করছে। আমরা আগে থেকেই আন্দোলন করছি, কিন্তু এখনো কোনো সঠিক ফলাফল পাইনি।

শিক্ষার্থী অহিদুর রহমান বলেন, বিগত দিনে বিএসসি ইঞ্জিনিয়াররা সরাসরি ৯ম গ্রেডে নিয়োগ পেতেন। আমরা ডিপ্লোমা হোল্ডাররা পাই ১০ম গ্রেডে। এখন তারা ডিপ্লোমা সেক্টরকে ধ্বংস করার জন্য মরিয়া হয়ে উঠেছে। আমরা একতাবদ্ধভাবে এই ষড়যন্ত্র প্রতিহত করবো।

আরেক শিক্ষার্থী ইমরান মাহমুদ বলেন, সার্ভেয়ারদের ১০ম গ্রেড পাওয়ার কথা থাকলেও আজ পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। দ্রুত বাস্তবায়ন করা হোক। পাশাপাশি বিএসসি ইঞ্জিনিয়ারদের অযৌক্তিক দাবির তীব্র প্রতিবাদ জানাই।

ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন যে, দেশে অবকাঠামো উন্নয়ন, সড়ক-সেতু নির্মাণ, ভূমি জরিপ ও অন্যান্য প্রকৌশল কাজে তাদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ তাদের স্বীকৃতি ও পদোন্নতি কাঠামোতে বৈষম্য রয়েছে।

শিক্ষার্থীদের অভিযোগ, সরকার যদি দ্রুত ১০ম গ্রেড বাস্তবায়ন না করে তবে সারা দেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার শিক্ষার্থীরা কঠোর আন্দোলনে নামবে। এতে শিক্ষা কার্যক্রম স্থবির হয়ে পড়বে এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলিও ব্যাহত হতে পারে।

এসময় বক্তারা হুশিয়ারি দিয়ে বলেন, ১০ম গ্রেড বাস্তবায়নে বিলম্ব চলতে থাকলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে। বিএসসি ইঞ্জিনিয়ারদের অযৌক্তিক দাবি প্রতিহত করতে সারাদেশের ডিপ্লোমা শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হবে। সরকারের উচিত দ্রুত সমাধান দিয়ে শিক্ষার্থীদের ন্যায্য অধিকার নিশ্চিত করা।

কেকে/এআর

মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

বাহুবলে প্রবাসীর বাড়ির তালা কেটে সর্বস্ব লুট
স্ত্রীকে পুনরায় বিয়ে করায় সমাজচ্যুত, মাতব্বরদের পিটুনিতে ভাঙলো হাত
দেড় মাস ওসি শূন্য সোনারগাঁ থানা
জাবির নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার
কুমিল্লা সার্ভে ইনস্টিটিউটের মানববন্ধন

সর্বাধিক পঠিত

মেঘনা নদী থেকে সাংবাদিক বিভুরঞ্জন সরকারের লাশ উদ্ধার
নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ গ্রেফতার ২
ফেন্সিডিলকাণ্ডে অভিযুক্ত এসআই কামালকে পুলিশ লাইনে সংযুক্ত
কুমিল্লা সার্ভে ইনস্টিটিউটের মানববন্ধন
সড়ক দুর্ঘটনায় বোয়ালমারীর সাবেক ইউপি সদস্য নিহত

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close