ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) টেকনোলজির শিক্ষার্থীরা তাদের ন্যায্য দাবি ১০ম গ্রেড বাস্তবায়ন না হওয়া এবং বিএসসি ইঞ্জিনিয়ারদের অযৌক্তিক দাবির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন।
শনিবার (২৩ আগস্ট) সকাল কুমিল্লা ইনস্টিটিউট ক্যাম্পাসে শতাধিক শিক্ষার্থী এই কর্মসূচিতে অংশ নেন। বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক ও পেশাজীবি সংগ্রাম পরিষদের ৭ দফা দাবি বাস্তবায়নে সরকারের দেরি এবং বিএসসি ইঞ্জিনিয়ারদের কথিত ৩ দফা দাবি নিয়ে অসন্তোষ থেকে এই আন্দোলন শুরু হয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারের অর্থ মন্ত্রণালয় ইচ্ছাকৃতভাবে বিলম্ব করছে। এতে করে ডিপ্লোমা শিক্ষার্থীরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।
শিক্ষার্থী সুমাইয়া আক্তার বলেন, বিএসসি ইঞ্জিনিয়ারদের ৩ দফা দাবি সম্পূর্ণ অযৌক্তিক। তারা আমাদের ১০ম গ্রেড ছিনিয়ে নেওয়ার ষড়যন্ত্র করছে। আমরা আগে থেকেই আন্দোলন করছি, কিন্তু এখনো কোনো সঠিক ফলাফল পাইনি।
শিক্ষার্থী অহিদুর রহমান বলেন, বিগত দিনে বিএসসি ইঞ্জিনিয়াররা সরাসরি ৯ম গ্রেডে নিয়োগ পেতেন। আমরা ডিপ্লোমা হোল্ডাররা পাই ১০ম গ্রেডে। এখন তারা ডিপ্লোমা সেক্টরকে ধ্বংস করার জন্য মরিয়া হয়ে উঠেছে। আমরা একতাবদ্ধভাবে এই ষড়যন্ত্র প্রতিহত করবো।
আরেক শিক্ষার্থী ইমরান মাহমুদ বলেন, সার্ভেয়ারদের ১০ম গ্রেড পাওয়ার কথা থাকলেও আজ পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। দ্রুত বাস্তবায়ন করা হোক। পাশাপাশি বিএসসি ইঞ্জিনিয়ারদের অযৌক্তিক দাবির তীব্র প্রতিবাদ জানাই।
ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন যে, দেশে অবকাঠামো উন্নয়ন, সড়ক-সেতু নির্মাণ, ভূমি জরিপ ও অন্যান্য প্রকৌশল কাজে তাদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ তাদের স্বীকৃতি ও পদোন্নতি কাঠামোতে বৈষম্য রয়েছে।
শিক্ষার্থীদের অভিযোগ, সরকার যদি দ্রুত ১০ম গ্রেড বাস্তবায়ন না করে তবে সারা দেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার শিক্ষার্থীরা কঠোর আন্দোলনে নামবে। এতে শিক্ষা কার্যক্রম স্থবির হয়ে পড়বে এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলিও ব্যাহত হতে পারে।
এসময় বক্তারা হুশিয়ারি দিয়ে বলেন, ১০ম গ্রেড বাস্তবায়নে বিলম্ব চলতে থাকলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে। বিএসসি ইঞ্জিনিয়ারদের অযৌক্তিক দাবি প্রতিহত করতে সারাদেশের ডিপ্লোমা শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হবে। সরকারের উচিত দ্রুত সমাধান দিয়ে শিক্ষার্থীদের ন্যায্য অধিকার নিশ্চিত করা।
কেকে/এআর