বাহুবলে প্রবাসীর বাড়ির তালা কেটে সর্বস্ব লুট
ছাদিকুর রহমান, বাহুবল (হবিগঞ্জ)
প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ৪:১৮ পিএম

ছবি : প্রতিনিধি
হবিগঞ্জের বাহুবলে প্রবাসীর বাড়িতে কেচিগেইটের তালা কেটে নগদ টাকা ও স্বর্নালংকার লুট নিয়ে গেছে দূর্বৃত্তরা।
শুক্রবার (২২ আগস্ট) দিনগত রাতে উপজেলার লামাতাসি ইউনিয়নের পূর্ব দ্বিমুড়া গ্রামের দুবাই প্রবাসী সাজিদ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় প্রবাসীর পরিবার পরিজন অন্যত্র আত্মীয়ের বিয়ে বাড়িতে ছিলেন।
প্রবাসী সাজিদ মিয়ার স্ত্রী নাজমা আক্তার জানান, আগেরদিন শুক্রবার তিনি ঘরের কেচিগেইটে তালা দিয়ে এক আত্মীয়ের বাড়ি বেড়াতে যান। আজ শনিবার সকাল ১০ টার দিকে বাড়িতে এসে গেইটের ভিতরে তালা লাগানো এবং বারান্দায় তিনটি তালা কাটা অবস্থায় দেখতে পান। তার কান্নাকাটি শোনে আশপাশের লোকজনও ছুটে আসেন। ঘরের ভিতর প্রবেশ প্রবাসীর স্বজনরা কাপড় চোপড়সহ সবকিছু এলোমেলো দেখেন।
নাজমা আক্তার বলেন, তার ওয়ারড্রপে রক্ষিত তিনভরি স্বর্ণালংকার ও নগদ পঁচানব্বই হাজার টাকা ও ট্যাব নিয়ে যায় দূর্বৃত্তরা।
খবর পেয়ে বাহুবল মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মো. জাহিদুল ইসলাম জানান, বিষয়টি জেনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
কেকে/এআর