ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ ডায়াবেটিক সমিতির নবনির্বাচিত কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে।
শনিবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ১০টায় পীরগঞ্জ ডায়াবেটিক হাসপাতালের তত্ত্বাবধায়ক কমিটির আয়োজনে হাসপাতালের হলরুমে অভিষেক ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, পীরগঞ্জ ডায়াবেটিক সমিতির তত্ত্বাবধায়ক কমিটির প্রধান ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম। এ সময় নবনির্বাচিত সভাপতি, ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ এবং সাধারণ সম্পাদক ও পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুলসহ অন্যান্য নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন।
অভিষেক ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন,জেলা কমিউনিস্ট পার্টি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু সায়েম, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ইত্তেশাম উল হক মিম, নবনির্বাচিত কমিটির সহ-সভাপতি রেজওয়ানুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক বাবলুর রশিদ, কার্যনির্বাহী সদস্য ফেরদৌসী বেগম ও রুহুল আমিনসহ অনেকে।
বক্তারা পীরগঞ্জ ডায়াবেটিক সমিতির কার্যক্রমকে আরো গতিশীল ও জনবান্ধব করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এর আগে নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন তত্ত্বাবধায়ক কমিটির সদস্যরা। পরে আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করা হয়।
এ সময় পীরগঞ্জ ডায়াবেটিক সমিতির আজীবন সদস্য, স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, স্বাস্থ্যকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
কেকে/এআর