সড়ক দুর্ঘটনায় বোয়ালমারীর সাবেক ইউপি সদস্য নিহত
আব্দুল্লাহ আল মামুন রনী, বোয়ালমারী (ফরিদপুর)
প্রকাশ: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ৮:১৭ পিএম

ফরিদপুরের বোয়ালমারীর সাবেক এক ইউপি সদস্য সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
শুক্রবার (২২ আগস্ট) সকালে ঢাকার আশুলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনি নিহত হন বলে পরিবার সূত্রে জানা গেছে।
নিহত ব্যক্তির নাম রবিউল ইসলাম (৪১)। তিনি বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের হরিহর নগর গ্রামের মো. আব্দুল গফফার হোসেনের ছেলে এবং ওই ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন। নিহত রবিউলের এক ছেলে ও এক মেয়ে আছে।
পরিবার সূত্রে জানা যায়, রবিউল শুক্রবার ভোর চারটার দিকে মোটরসাইকেল যোগে ঢাকার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে আশুলিয়ায় পৌঁছলে দ্রুতগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কেকে/এআর