কক্সবাজারে রোহিঙ্গা সমস্যা নিয়ে যাদের কথা শুনানো হয়, তারা আসলে ব্যবসায়ী, দালাল আর স্বঘোষিত বিশেষজ্ঞ। অথচ প্রকৃত ভুক্তভোগী স্থানীয় মানুষগুলোর কণ্ঠ প্রধান উপদেষ্টার কানে পৌঁছায় না। এমনই তীব্র অভিযোগ তুলেছেন কক্সবাজারের সিনিয়র আইনজীবী আবদুল মান্নান।
আগামী ২৫ আগস্ট উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসছেন মাননীয় প্রধান উপদেষ্টা। এ সফরকে কেন্দ্র করেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্টে তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দৃষ্টি আকর্ষণ করে লিখেছেন, "আপনি যদি রোহিঙ্গা সমস্যা বুঝতে চান তবে সরাসরি রোহিঙ্গা অধ্যুষিত এলাকার সাধারণ বাসিন্দাদের সাথে কথা বলুন। কিছু স্বঘোষিত রোহিঙ্গা বিশেষজ্ঞ, প্রশাসনিক দালাল ও ব্যবসায়ীদের কথা শুনে গেলে বাস্তব চিত্র কখনোই জানতে পারবেন না।"
তিনি আরো উল্লেখ করেন, কক্সবাজারে ১০-১২ লক্ষ রোহিঙ্গা শরণার্থীর উপস্থিতি স্থানীয় জনগণকে অসহনীয় সংকটে ফেলেছে। এখানে না আছে আইনের শাসন, না আছে নিরাপত্তা। পাহাড় শেষ, নদী শেষ, প্রজেক্ট শেষ, জমি শেষ! শুধু টিকে আছে মাদক আর রোহিঙ্গা ব্যবসা। আর এসবের সঙ্গে সাধারণ মানুষের কোনো সম্পৃক্ততা নেই।
আইনজীবী আবদুল মান্নান স্পষ্ট ভাষায় বলেন, "আপনি এ অঞ্চলের গর্বিত সন্তান। অন্তত দু'একজন প্রকৃত স্থানীয় ভুক্তভোগীর সাথে সরাসরি কথা বলুন। দেখবেন, প্রশাসনের শিখিয়ে দেওয়া কথার সাথে বাস্তবতার হাজার মাইল পার্থক্য।"
তার এই পোস্ট ঘিরে স্থানীয় মহলে ব্যাপক আলোচনার ঝড় উঠেছে। অনেকেই বলছেন, দীর্ঘদিন ধরে যে কষ্ট-অবহেলা স্থানীয়রা ভুগছে, সেটিই তিনি প্রকাশ্যে তুলে ধরেছেন।
কেকে/এআর