কুমিল্লায় অর্ধশতাধিক পাসপোর্টসহ এক দালালকে আটক করেছে সেনাবাহিনী। তিনি দীর্ঘদিন ধরে মানবপাচার ও পাসপোর্ট দালাল চক্রের সক্রিয় সদস্য ছিলেন।
আটক ব্যক্তির নাম সাজেদুল ইসলাম (৫২)। তিনি পাসপোর্ট অফিসের পাশে নোয়াপাড়া এলাকার বাসিন্দা।
বুধবার (২০ আগস্ট) সেনাবাহিনীর কুমিল্লার আদর্শ সদর উপজেলা ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে আদর্শ সদর উপজেলার নোয়াপাড়া এলাকায় অভিযান চালায় সেনাবাহিনী। এসময় ৫২টি পাসপোর্টসহ দালাল সাজেদুলকে আটক করা হয়। তার কাছ থেকে ৩টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং ১টি বাটন মোবাইল উদ্ধার করা হয়।
কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, সাজেদুল ইসলামকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী। তার বিরুদ্ধে চাঁদাবাজি ও ছিনতাইয়ের দুটি মামলা রয়েছে। নতুন করে তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।
কেকে/এজে