কুমিল্লার লাকসাম উপজেলার আজগরা ইউনিয়নে খেলাকে কেন্দ্র করে শ্রমিক দলের সভাপতি শাহাব উদ্দিন ও যুবদলের সদস্য সচিব ওমর শরীফ তালুকদারের বিরুদ্ধে মিথ্যা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী দুই নেতা।
মঙ্গলবার (১৯ আগস্ট) বিকালে আজগরা ইউনিয়নের আমদুয়ার তালুকদার মার্কেটে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, কিছু কুচক্রীমহল পরিকল্পিতভাবে শিক্ষার্থীদের ব্যবহার করে নিয়মবহির্ভূতভাবে একটি মানববন্ধন আয়োজন করেছে। শিক্ষার্থীদের জড়িত করায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। (জনসাধারণ শিক্ষার্থীদের রাজনৈতি ব্যবহার করা মেনে নিতে পারেনি।)
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান খোকন, মহিলা দলের সভাপতি জেসমিন আক্তার, সাধারণ সম্পাদক মুন্নি বেগম, সাংগঠনিক সম্পাদক শাহানাজ, যুবদলের ইউপি যুগ্ম আহ্বায়ক পেয়ার আহম্মদ সোহেল, ছাত্রদলের উপজেলা সদস্য এমরান হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।
নেতারা এ সময় বলেন, একটি মহল পরিকল্পিতভাবে ভিন্ন খাতে রাজনৈতিক সুবিধা নিতে ভিত্তিহীন অভিযোগ তুলে অপপ্রচার চালাচ্ছে। তারা এ ধরনের অপপ্রচার বন্ধের পাশাপাশি শিক্ষার্থীদের রাজনৈতিক ইস্যুতে ব্যবহার না করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
কেকে/এএস