ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে চলমান অস্থিরতা নিরসনে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সঙ্গে বৈঠকে বসেন। তবে টানা তিন ঘণ্টা বৈঠক চললেও কোনো সুস্পষ্ট সমাধান আসেনি বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৯ আগস্ট) অনুষ্ঠিত এই বৈঠকের পর ৩ দফা দাবিতে শিক্ষার্থীরা বিওটি অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। এসময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
এদিকে গত কয়েকদিন ধরে ইইই বিভাগের শিক্ষকদের কর্মবিরতি এবং বিভাগের চেয়ারম্যানের পদত্যাগকে কেন্দ্র করে অস্থির পরিস্থিতি বিরাজ করছে। শিক্ষার্থীরা দাবি করছেন, ট্রাস্টি বোর্ড বারবার আশ্বাস দিলেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
একজন শিক্ষার্থী বলেন, “আমরা আর আশ্বাস চাই না, আমরা সমাধান চাই।” আলোচনার পুরো সময়জুড়েই পরিবেশ উত্তপ্ত ছিল বলে জানান তারা।
এ ঘটনায় শিক্ষকদের একটি অংশ অপ্রীতিকর পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, দ্রুত সমাধানের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত কার্যকর কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি।
কেকে/এআর