রোববার, ১২ অক্টোবর ২০২৫,
২৭ আশ্বিন ১৪৩২
বাংলা English
ই-পেপার

রোববার, ১২ অক্টোবর ২০২৫
শিরোনাম: ১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার      জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ      রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা      ২০০ তালেবান সৈন্যকে হত্যার দাবি পাকিস্তানের      বাতিল হওয়ার শঙ্কায় বিশ্বজয়ী আর্জেন্টিনার ভারত সফর      বিচারব্যবস্থাকে ব্যবহার করে দেশে স্বৈরশাসন পাকাপোক্ত হয়েছিল      প্রেসক্লাবে শিক্ষকদের ছত্রভঙ্গে সাউন্ড গ্রেনেড-লাঠিচার্জ      
দেশজুড়ে
ডিআইজির নাম ভাঙ্গিয়ে বিএনপি নেতার চাঁদাবাজির অডিও ভাইরাল
এম আর সাইফুল, মাদারগঞ্জ (জামালপুর)
প্রকাশ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ৯:১৬ পিএম
ছবি : প্রতিনিধি

ছবি : প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জের পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেলের নিজের স্বীকারোক্তি মূলক একটি চাঁদাবাজির অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে৷  

সোমবার (১৮ আগস্ট) রাতে বিভিন্ন পেইজ ও প্রোফাইল থেকে ছড়িয়ে পড়ায় অডিওটি বর্তমানে জেলা ছাড়িয়ে এখন ‘টক অব দ্য কান্ট্রি’তে পরিণত হয়েছে। দলের সাধারণ সম্পাদক হয়ে তার এমন কাণ্ডে নেটিজনদের তীব্র সমালোচনা চলছে সোশ্যাল নেটওয়ার্কে। এদিকে চরম ক্ষোভ বিরাজ করছে মাদারগঞ্জ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে।  

ভাইরাল হওয়া ৬ মিনিট ১০ সেকেন্ড অডিওতে ৩/ ৪ জনের কথোপকথনে শুনা যায়, এক ব্যবসার থেকে ১০ লাখ টাকার মধ্যে ৬ লাখ টাকা দিছে। আর তা ছাড়া প্রতি মাসে ১ লাখ করে টাকা দেয়। এদিকে আরেকজন বলে উঠল তুমি তো ডিআইজির নামসহ পচায় ফেলছো; এর উত্তরে বিএনপি নেতা খালেদ মাসুদ তালুকদার সোহেল বলেন, ডিআইজির নাম কইয়াইতো খাই আমি। এরপর হাসি তামাশা করে বিএনপি নেতা আরো বলেন, আমি পৌর বিএনপির সেক্রেটারি আর ডিআইজির বইনতে (বোন জামাই) আমি খাব না তাইলে কেরা খাব। এখন অনেকেই এসে বলে ভাই এইল্লা দেইখেন, তারপর আরেকজন ২ লাখ টাকা দিয়ে গেছে দেখবার জন্য, আমি দেখলাম। আমার ২ লাখ টাকা হজম হলো না? এদিকে তার এমন কথাতে আরেকজন বলে উঠল তুমি পৌর বিএনপি সেক্রেটারি তুমি খাও এটা কি মানুষে জানে না কবার চাও উত্তরে বিএনপি নেতা বলে, আমার অতহানি ক্ষমতা আছে তো তাই আমি খাই। তোমার নাই তুমি খাবার পাওনা। হাসি আড্ডার মধ্যে তিনি আবারো বলে উঠল, ভাই আমার কি দোষ। 

ময়মনসিংহের মুক্তাগাছা থেকে ওসি আসছে, বলে ভাই ২ লাখ টাকা থাকল একটু দেইখেন। আমি ২ লাখ টাকা নিয়ে ওরে ভাল করে দেখলাম শেষ। ওসিরা আমাক টাকা দিয়ে গেলে কি আমি না করমু। এদিকে হেসে আরেক নেতা বলে উঠে সুযোগ কি বার বার আসে। সে সময় বিএনপি নেতা আবারো বলেন, আমি হালাল করেই খাই। যে মনে করেন আমায় ৬ লাখ টাকা দিছে সে প্রতিমাসে আমায় ১ লাখ করে টাকা দেয় নইলে গাড়ী বন্ধ। ময়মনসিংহ এর সব বালু আমার এখান থাইকা নিয়ে যায়। সে সময় আরেক নেতা বলে উঠল এগুলা সব বাবুল ভাই জানে? তিনি উত্তরে রাগান্বিত হয়ে বলে উঠল, বাবুল জানুকগা থাইকা বাবুলের বাপ জানুকগা তা আমার কি?  আমি আমার হেডামে চলি।  আমি বাবুলের হেডামে কি আটকায়ছি। আমার ক্ষমতায় আমি আটকায়ছি। আমার নাম কইয়া চান্দা তুলবার গেছিল ৩ টারে আটকায় থুইছি জেল খানার মধ্যে। 

আমার ক্ষমতা আছে আমি আটকামু না কি করমু। আজ ক্ষমতা আছে আজ দেখামু, কাল থাকব না কাল দেখামু না। অডিওতে আরো শুনা যায় বিএনপি নেতার কন্ঠে খামুই তো। এদিকে আরেক কর্মী বলে উঠল আপনি তো সোহেল না একটা সংগঠন এর সেক্রেটারি। উত্তরে তিনি বলে উঠলেন, বহিষ্কার করে দাও। ক্ষ্যামতা থাকলে চাঁন্দাবাজি করবার লাগছে, ধান্দাবাজি করবার লাগছে বলে বহিষ্কার করে দাও। এদিকে আরেক কর্মী বলে উঠল সেদিন আমাগোরে মুখলেসে ধরছে বলে সোহেলের নাম তো সেনাবাহিনীর কাছে আমাদের কাছে রিপোর্ট আইছে।  

পরে বিএনপি নেতা উত্তর দিয়ে বলে উঠে, কয় সেনাবাহিনীতো আমাক কোনদিন ডাকে না। আমার বিরুদ্ধে সরাসরি সেনাবাহিনীর কাছে অভিযোগ দিয়েনছে। কয়েকজনে দিছে। কয় সেনাবাহিনী তো আমাক কোনদিন ডাহে না। আরেকজনে বলে উঠল তুমি নিজেই স্বীকার করছ ভাই সব এর জন্য ধন্যবাদ। এটা শুনেই বিএনপি নেতা বলে উঠল আমি ৫ লাখ টাকার গাড়ীতে চড়ি আপনি ঠাপুর পান না।

এ বিষয়ে মাদারগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল জানান, আপনারা তদন্ত করবেন। মানে যেগুলা বলছি এইগুলা কত টুকু সত্য এটা আপনারা তদন্ত করবেন। মূল বিষয় হল আমাকে ফল্ডে ফালানোর জন্য আমাদের পৌর বিএনপির সভাপতি নাম গফুর সাব। উনি খালি বাবুল সাহেবের কাছে বলে বিচার দেয়। তুমি মেল্লা টাহা কামাই করো অমুক খান থাইকা টাকা পাও, তমক খান থাইকা টাকা পাও খালি এগুলা খুচায়। পরে একদিন আমারে ধরছে পরিকল্পনা করেই সম্ভবত আর কি। পরে বলছি এই যে অমক খান থাইকা টাকা দেয়, তমক খান থাইকা টাকা দেয়, ঘাটায় ঘাটায় টাহা দেয়, এমনে টাহা দেয়, সেমনে টাহা দেয়। 

তিনি আরো জানান, আমি সোহেল তালুকদার যদি কোন অন্যায় করে থাকি আপনারা তদন্ত করবেন। বের করবেন। সোহেল তালুকদার একটা অন্যায় করছে কিনা। দুর্নীতি করে কিনা, চাঁদাবাজি করে কিনা। কারো কাছ থাইকা টাকা নেয় কিনা, এটা আপনারা দেখবেন। তিনি আরো জানান, আমি এখন বুঝতেছি যে, ওনারা পরিকল্পিতভাবে আলোচনার মাধ্যমে আমাকে এই প্রশ্ন গুলা করছে যেন আমি এ রকম করে উত্তর দেই। আমার জন্ম থেকে আজ পর্যন্ত কোন অন্যায় কিংবা কোন দুর্নীতি করে থাকি আপনারা খতিয়ে দেখবেন।  

এদিকে মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ বলেন, এ বিষয়ে আমি কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে সে যেই হোক না কেন আইনের আওতায় আনা হবে।  

এ বিষয়ে মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মঞ্জুর কাদের বাবুল খান সোমবার রাত সাড়ে ১০ টায় মুঠোফোনে জানান, আমি এখনো তেমন কিছু দেখিনি বা শুনিনি।  আগেই মন্তব্য করা উচিৎ হবে না।

কেকে/এআর
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ট্রাক ভাড়া করে ঘুরে ঘুরে ডাকাতি করত তারা
শিশু বলাৎকার ও হত্যার অভিযোগে কিশোর গ্রেফতার
১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার
মুরাদনগরের ওসি জাহিদুরের বিরুদ্ধে পক্ষপাতিত্বসহ নানা অভিযোগ, অপসারণ দাবি
জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ

সর্বাধিক পঠিত

আসছে নাটক ‘অপ্রকাশিত ভালোবাসা’
চিকিৎসক ও জনবল সংকটে ব্যাহত হচ্ছে স্বাস্থ্য সেবা
রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত
কালাইয়ে বিএনপির গণমিছিল ও লিফলেট বিতরণ
ফতুল্লায় ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল যুবকের

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close