বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫,
৬ ভাদ্র ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫
শিরোনাম: ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু      ‘আমি সিক্স পার্সেন্টে কাজ করেছি’, উপদেষ্টা আসিফের প্রেস সেক্রেটারির অডিও ফাঁস      আবারো সংঘর্ষে ঢাকা-সিটি কলেজের শিক্ষার্থীরা      রাজসাক্ষী হতে চান পুলিশের উপপরিদর্শক শেখ আফজালুল      গাজা সিটি দখলে অভিযান শুরু ইসরায়েলের, নিহত ৮১      গ্যাস সংকটে ঝুঁকিতে বিনিয়োগ-রফতানি      মনোনয়নপত্র জমাদানে উৎসবমুখর পরিবেশ      
গণমাধ্যম
ব্যক্তিপূজার সাংবাদিকতা ফ্যাসিস্ট হতে উৎসাহী করে: আনোয়ার চৌধুরী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ৫:৫১ পিএম
 সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক আনোয়ার চৌধুরী | ফাইল ছবি

সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক আনোয়ার চৌধুরী | ফাইল ছবি

‘ব্যক্তিপূজার সাংবাদিকতা রাজনীতিকদেরকে ফ্যাসিস্ট হতে উৎসাহী করে’—এ মন্তব্য করেছেন সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক আনোয়ার চৌধুরী। 

তিনি বলেছেন, ‘নানামোহে ভুলে গেলে চলবে না দলদাস সাংবাদিকতার পরিণতি হতে পারে অনেক ভয়াবহ। এতে দেশ, জাতি, মানুষ, সমাজ সবই ক্ষতিগ্রস্ত হয়েছে অতীতে, সামনের দিনেও ক্ষতিগ্রস্ত হবে।’

সোমবার (১৮ আগস্ট) নিজের ব্যক্তিগত ভেরিফাইড ফেইসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব মন্তব্য করেন। 

মূলত এনসিপির সদস্যসচিব আখতার হোসেনকে নিয়ে বাসসের একটি প্রতিবেদন এবং ওই প্রতিবেদনটি শিরোনাম পরিবর্তন করে যুগান্তরে প্রকাশ হওয়ার পর তা নিয়ে সমালোচনামূলক পোস্ট দেন আনোয়ার চৌধুরী। 

স্ট্যাটাসে সিনিয়র এই সাংবাদিক উল্লেখ করেন, যেভাবে দেশ মাটি ও মানুষের নেতা হয়ে উঠেন আখতার হোসেন’ - শিরোনামে যুগান্তরের অনলাইনে প্রায় সাড়ে তিন হাজার শব্দের ওই প্রতিবেদনটি ছিল সাক্ষাতকারভিত্তিক। প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে ১১ আগস্ট। বাসস প্রতিবেদনটি প্রকাশ করেছে ৮ আগস্ট। বাসসের শিরোনাম ছিল- ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলন পুরো বাংলাদেশকে এক সুতোয় বেঁধেছিল : আখতার হোসেন।’ 

আনোয়ার চৌধুরী তার স্ট্যাটাসে প্রশ্ন তুলে বলেন, “একজন আখতার হোসেনকে নিয়ে যুগান্তরের এই শিরোনাম কতোটা যুক্তিযুক্ত ও মানানসই ছিল পাঠকের কাছে? একটি নতুন রাজনৈতিক দলের সদস্যসচিব যদি বাসস কিংবা যুগান্তর থেকে সাড়ে তিন হাজার শব্দের কাভারেজ প্রাপ্য হয়, তাহলে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে নানা সময়ের আন্দোলন-সংগ্রামে যেসব রাজনৈতিক নেতা জীবনবাজি রেখে আন্দোলন করেছেন, তাদের কাভারেজ কী হতে পারে।”

এই রাজনৈতিক বিশ্লেষক বলেন, “সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আখতার হোসেন এখন একটি রাজনৈতিক দলের নেতা। তাকে শিরোনামের মাধ্যমে ‘দেশ মাটি ও মানুষের নেতা’ বানিয়ে দেওয়া সম্ভব নয়। কারণ অন্যসব প্রধান রাজনৈতিক দলের নেতাকর্মীরা জুলাই আন্দোলনে আখতার হোসেনদের অবদান স্বীকার করলেও ‘দেশ মাটি ও মানুষের নেতা’ হিসেবে স্বীকৃতি দেয়নি।”

সাংবাদিকতা অনেক বছর ধরেই প্রশ্নবিদ্ধ হয়ে আছে দাবি করে আনোয়ার চৌধুরী স্ট্যাটাসে উল্লেখ করেন, “ব্যবসায়ীদের কেউ-কেউ রাষ্ট্রীয় ও সামাজিক সুবিধা ভোগ করতে এবং নিজেদের ব্যবসায়ীক-ব্যক্তিগত অপকর্ম আড়াল করতে দেশে  বড়-বড় মিডিয়া হাউস তৈরি করেছেন। এর পর থেকেই দেশে পেশাদার সাংবাদিকতার বড়ই দুর্দিন চলছে। আমাদের অগ্রজ সাংবাদিকদের অনেকেই দলদাস ও অনুগত সাংবাদিকতার চর্চা করতে গিয়ে গত ষোলবছর সাংবাদিকতার বারোটা বাজিয়ে দিয়েছেন। চব্বিশের গণঅভ্যুত্থানের পর পেশাদার সংবাদকর্মীরা পরিবর্তনের স্বপ্ন দেখেছিল। কিন্তু সেই স্বপ্ন অধরাই থেকে গেছে অনেক অগ্রজদের কারণে। এখনও দৃশ্যমান রয়েছে দলদাস-অনুগত এবং ব্যক্তিপূজার সাংবাদিকতা।”

স্ট্যাটাসের শেষাংশে তিনি উল্লেখ করেন, “পরিস্থিতি এভাবে চলতে থাকলে পেশাদার সাংবাদিকতার কফিনে শেষ পেরেক ঠুকতে আর বেশিদিন লাগবে না। দেশ ও জাতির কল্যাণের স্বার্থে দ্রুত দলদাস সাংবাদিকতা পরিহার করে পেশাদার সাংবাদিকতায় ফিরতে হবে সংবাদকর্মীদের। নানামোহে ভুলে গেলে চলবে না দলদাস সাংবাদিকতার পরিণতি হতে পারে অনেক ভয়াবহ। ব্যক্তিপূজার সাংবাদিকতা রাজনীতিকদেরকে ফ্যাসিস্ট হতে উৎসাহী করে। এতে দেশ, জাতি, মানুষ, সমাজ সবই ক্ষতিগ্রস্ত হয়েছে অতীতে, সামনের দিনেও ক্ষতিগ্রস্ত হবে। ইতিহাস ও নতুন প্রজন্ম দলদাস সাংবাদিকতাকে ক্ষমা করবে না। শুধু সময়ের অপেক্ষা।”

কেকে/এজে
আরও সংবাদ   বিষয়:  ব্যক্তিপূজা   সাংবাদিকতা   ফ্যাসিস্ট   আনোয়ার চৌধুরী  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ব্র্যাক ব্যাংকের আস্থা অ্যাপে মিলবে মেটলাইফের বিমা সুবিধা
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কৃষি সংস্কার ও খাদ্য নিরাপত্তার অভিযাত্রা
ভূমি অভিযোগ গ্রহণ ও নিস্পত্তিতে নাগরিকদের মতামত জানতে হবে: সিনিয়র সচিব
‘বিচার ও সংস্কার এড়িয়ে নির্বাচন দিলে কাঙ্ক্ষিত গণতন্ত্র আসবে না’
ডোমারে ফেনসিডিলসহ মাদক বিক্রেতা গ্রেফতার

সর্বাধিক পঠিত

ভারতে আ.লীগের কার্যক্রম বন্ধের আহ্বান, অভিযোগ অস্বীকার নয়াদিল্লির
গ্যাস সংকটে ঝুঁকিতে বিনিয়োগ-রফতানি
মনোনয়নপত্র জমাদানে উৎসবমুখর পরিবেশ
‘আমি সিক্স পার্সেন্টে কাজ করেছি’, উপদেষ্টা আসিফের প্রেস সেক্রেটারির অডিও ফাঁস
মেঘনায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

গণমাধ্যম- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close