গাজীপুরে নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের পরিবারের পাশে দাঁড়িয়েছে গাজীপুর সিটি কর্পোরেশন (গাসিক)।
শনিবার (১৬ আগস্ট) বিকালে গাসিক সম্মেলন কক্ষে নিহতের স্ত্রীর হাতে আর্থিক সহায়তার দুই লাখ টাকার চেক তুলে দেন ঢাকা বিভাগীয় কমিশনার ও গাসিক প্রশাসক শরফ উদ্দিন আহমদ চৌধুরী।
এসময় গাজীপুরের সাংবাদিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও প্রয়াত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শরফ উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন ছিলেন একজন সাহসী ও নির্ভীক কলম সৈনিক। তাঁর নির্মম হত্যাকাণ্ড আমাদের গভীরভাবে মর্মাহত করেছে। আমরা চাই, এই হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন হোক ও হত্যাকারীরা দৃষ্টান্তমূলক শাস্তি পাক। পাশাপাশি, এ কঠিন সময়ে তার পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আজকের এ সহায়তা ক্ষুদ্র একটি উদ্যোগ মাত্র। আমি এবং গাজীপুর সিটি করপোরেশন সবসময় তুহিনের পরিবারের পাশে থাকবো।
মতবিনিময় সভায় বক্তারা প্রয়াত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের কর্মময় জীবনের নানা দিক তুলে ধরে বলেন, সাংবাদিক তুহিন ছিলেন একজন নির্ভীক কলম সৈনিক, যিনি গাজীপুরের মানুষের পক্ষে অবিচলভাবে কাজ করেছেন। বক্তারা গাজীপুরের সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ হয়ে সত্য ও ন্যায়ের পথে থেকে জনগণের কল্যাণে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান। এসময় মহানগরীর বিভিন্ন সমস্যা ও তা নিরসনের ব্যাপারেও আলোচনা করা হয়।
অনুষ্ঠানের শুরুতে মরহুমের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে প্রয়াত সাংবাদিক তুহিনের স্ত্রীর হাতে অনুদানের চেক হস্তান্তর করা হয়। এসময় গাসিক প্রশাসক শরফ উদ্দিন আহমদ চৌধুরী মরহুমের দুই শিশু সন্তানকে কোলে তুলে সান্তনা দেন এবং পরিবারের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান, জেলা প্রশাসক নাফিসা আরেফিন, গাসিকের সচিব মো. আল আমিন পারভেজ, প্রধান বর্জ্য ব্যবস্থাপক সোহেল রানা, প্রধান রাজস্ব কর্মকর্তা সামিউল কাদের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী হারুনুর রশিদ ও সুদীপ বসাক, গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটু ও সাধারণ সম্পাদক শাহ সামসুল হক রিপন, সাবেক সভাপতি নাসির আহমেদ, সহসভাপতি রেজাউল বারী বাবুলসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ এবং গাসিকের বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এছাড়া অনুষ্ঠানে নিহত তুহিনের স্ত্রী ফরিদা বেগম মুক্তা এবং তাদের দুই শিশু সন্তান তৌকির হোসেন (৫) ও আবদুল্লাহ আল ফাহিম (৩)সহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ৭ আগস্ট রাতে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা ঈদগাহ মসজিদ মার্কেটের সামনে সন্ত্রাসীদের হামলার ভিডিও ধারণ করায় সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত আসাদুজ্জামান তুহিন দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের স্টাফ রিপোর্টার ছিলেন।
কেকে/ এমএস