মেহেরপুরের মুজিবনগর উপজেলার শিবপুর গ্রাম থেকে ঈমান আলি নামের এক ব্যক্তিকে অস্ত্র গুলিসহ আটক করেছে যৌথ বাহিনী।
শনিবার (১৬ আগস্ট) ভোরে মেহেরপুর সেনাবাহিনী ক্যাম্পের একটি টিম, পুলিশ বিজিবি ও র্যাব সদস্যরা এ অভিযানে অংশ নেয়।
অভিযান সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শিবপুর গ্রামে অভিযান চালায় যৌথ বাহিনী। এসময় শিবপুর গ্রামের ইমান আলী ওরফে ইমান ডাকাতকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ১টি ৭.৬২ মি.মি. পিস্তল, ১টি ম্যাগাজিন এবং ০৪ রাউন্ড গুলি।
ইমান আলীর বিরুদ্ধে চুরি ডাকাতি এবং সীমান্তে চোরাচালানের অভিযোগ রয়েছে বলে জানা গেছে।
তার বিরুদ্ধে অস্ত্র, মাদক, চোরাচালান, বিস্ফোরক, নাশকতা এবং একাধিক আইন-শৃঙ্খলা লঙ্ঘনসহ মোট ১১ টি মামলা রয়েছে। এর মধ্যে ১টি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি আছে।
মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, গুলিসহ আটক এর ঘটনায় ঈমান আনিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে। আজ তাকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হবে।
কেকে/এআর