রংপুরের গঙ্গাচড়া মডেল থানা পুলিশের অভিযানে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক আব্দুল মোত্তালেব (৪৫) গ্রেফতার হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) বেলা একটার দিকে থানা পাড়ার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
এ তথ্য নিশ্চিত করে গঙ্গাচড়া মডেল থানার ওসি আল এমরান জানান, রাষ্ট্রের ক্ষতিকর কার্য থেকে বিরত রাখার উদ্দেশ্যে আটকাদেশ মূলে তাকে গ্রেফতার করে বিধি মোতাবেক জেল হাজতে পাঠানো হয়েছে। এছাড়া এ থানা এলাকায় যেন অপরাধ সংগঠিত না হয় সেলক্ষ্যে পুলিশ মাঠে কাজ করছে।
কেকে/ এমএস