শেরপুরের নালিতাবাড়ীতে অটোরিকশার ধাক্কায় চার বছর বয়সি শিশু আব্দুল্লাহ মারা গেছে।
শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার কালাকুমা বৈশাখী বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ ওই গ্রামের মইছ উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে একটি দ্রুতগতির অটোরিকশা পানিহাতার দিকে যাচ্ছিল। এ সময় রাস্তার পাশে থাকা শিশুর আব্দুল্লাহকে ধাক্কা দিলে সে ছিটকে পড়ে এবং গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পথে মারা যায়।
নালিতাবাড়ী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মুমু বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
কেকে/এএস