মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) শাখা ছাত্রদলের কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সাগর নাইম ও সাধারণ সম্পাদক পদে পরিসংখ্যান বিভাগের সাজিদ ইসলাম দিপু। সাংগঠনিক সম্পাদক পদে ইএসআরএম বিভাগের মো. রিমন মিঞা।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের দরবার হলে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি মোহাম্মদ হাফিজুল্লাহ হীরা, প্রধান বক্তা হিসাবে কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মিয়া মো. রাসেল এবং বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক তৌহিদুর রহমান তাজ উপস্থিত ছিলেন।
কাউন্সিলে তিনটি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ১১ জন । সভাপতি পদে পদার্থবিজ্ঞান বিভাগের ফাহিম মুবিন আকিব, সিএসই বিভাগের মো. রবিউল হাসান তানভী, অর্থনীতি বিভাগের মো. সাগর নাইম, ইংরেজি বিভাগের মো. রুপক মিয়া। সাধারণ সম্পাদক পদে পদার্থবিজ্ঞান বিভাগের আব্দুল হাদী, পরিসংখ্যান বিভাগের সাজিদ ইসলাম দিপু, আইসিটি বিভাগের মো. উদয় তালুকদার।
সাংগঠনিক সম্পাদক পদে পদার্থবিজ্ঞান বিভাগের রায়হান আহমেদ, অর্থনীতি বিভাগের মো. আরিফুল ইসলাম, ইএসআরএম বিভাগের মো. রিমন মিঞা, ফার্মেসি বিভাগের সুমন মিয়া।
কাউন্সিল শেষে কেন্দ্রীয় নেতৃবৃন্দ নির্বাচিত নেতৃবৃন্দের শপথ বাক্য পাঠ করান । শিক্ষার্থীদের অধিকার রক্ষা ও গণতান্ত্রিক আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করবে এই আশাবাদ ব্যক্ত করেন তারা।
কেকে/ এএস