ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের মালিগ্রাম বাজারসংলগ্ন রওজাতুস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানার জানালা ভেঙে গভীর রাতে এতিম শিশুদের দুই বস্তা খাবার চাউল, দুটো পানির মোটর ও ফ্যানসহ আনুঙ্গিক মালামাল নিয়ে যায় দুর্বৃত্ত দল।
মঙ্গলবার (১২ আগস্ট) দিবাগত গভীর রাতে এতিম শিশুদের দুই বস্তা খাবার চাউল, দুটো পানির মোটর ও ফ্যানসহ আনুঙ্গিক মালামাল নিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে ভাঙ্গা থানার এসআই রতন কুমার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মাদ্রাসার মোহতামিম সাহাঙীর মিয়া বলেন, মাদ্রাসার শিক্ষার্থীদের পরীক্ষা শেষ হওয়ায় তিন দিনের ছুটি দেওয়া হয়। বুধবার সকালে সব শিক্ষক মাদ্রাসায় এসে দেখি টিনের ঘরের পিছনের একটি জানালা ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে।
তাৎক্ষণিকভাবে স্থানীয় জনগণকে বিষয়টি অবগত করার পর পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয় বলে জানান। উল্লেখ্য, আল্লামা মাহমুদুল হাসান ও ফজলুল করিম পীর সাহেব চরমোনাইয়ের পৃষ্ঠপোষকতায় পরিচালিত হয়ে আসছে এই মাদ্রাসাটি বলে জানা গেছে।
কেকে/এএস