জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাগুরার মহম্মদপুরে বর্ণাঢ্য আয়োজনে আনন্দ র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ আগস্ট) বিকালে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
উপজেলা বিএনপি, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে আনন্দ র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে এটি ট্রাফিক চত্বরে গিয়ে শেষ হয়।
পরে সেখানে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুজ্জামান মিল্টনের সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. মিথুন রায় চৌধুরী।
এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ মৈমূর আলী মৃধা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. মনিরুল ইসলাম মুকুল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম জাহিদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরিফুজ্জামান টুকু ও উপজেলা যুবদলের আহ্বায়ক তরিকুল ইসলাম তারা প্রমুখ।
কেকে/ এমএস