শুক্রবার, ২২ আগস্ট ২০২৫,
৭ ভাদ্র ১৪৩২
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২২ আগস্ট ২০২৫
শিরোনাম: ফের পিএস বিতর্কে আসিফ      ভাগ পেতেন ডিসি-এসপিরাও      রাজস্ব খাতের নেতৃত্ব দেবেন অভিজ্ঞরাই      ইতা‌লির প্রধানমন্ত্রী মেলোনির ঢাকা সফর বাতিল      সাগর-রুনির পরিবারকে বুঝিয়ে দেয়া হলো রাজউকের প্লট      মহানবী (সা.) এর সিরাতই তরুণদের চরিত্র গঠনের রোল মডেল: ধর্ম উপদেষ্টা       নারীর জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টি টেকসই উন্নয়ন অর্জনের জন্য জরুরি      
দেশজুড়ে
শ্রেণি কক্ষ দখল করে স্কুলেই সাবেক সভাপতির বসবাস
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ৭:২৭ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

চট্টগ্রামের ফটিকছড়ির হাইদচকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাবেক সভাপতি চৌধুরী রাশেদুল আবেদিন একটি শ্রেণিকক্ষ দখল করে দীর্ঘদিন ধরে বিদ্যালয়েই রাত্রীযাপন করছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে । 

অভিযোগ সূত্রে জানা যায়, তিনি সভাপতি থাকার সুবাদে এবং সাবেক উত্তর জেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরীর ভাতিজা পরিচয়ে প্রভাব খাটিয়ে প্রায় দুই বছর ধরে স্কুলের চারতলা ভবনের একটি কক্ষ ব্যক্তিগতভাবে ব্যবহার করে আসছেন।

স্থানীয়রা জানায়, ওই কক্ষে তিনি বিছানা পেতে রাত কাটান এবং দিনের বেলায় ব্যক্তিগত জিনিসপত্র রাখেন। সেখানে বসেই তিনি মদ্যপান করতেন যা একটি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য চরম অপমানজনক আচরণ। বিষয়টি নিয়ে স্কুলের শিক্ষক ও স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করলেও প্রভাবের কারণে কেউ প্রকাশ্যে প্রতিবাদ করার সাহস পায়নি।

নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষক বলেন, ‘স্কুলে অতীতে সভাপতির দায়িত্বে থাকার কারণে তিনি নিজেকে প্রভাবশালী মনে করেন। আমরা কিছু বললে উল্টো আমাদের ওপর চিৎকার-চেঁচামেচি করেন।’

শিক্ষার্থীরা জানান, ‘রাশেদ চৌধুরী মাঝেমধ্যে শ্রেণিকক্ষে প্রবেশ করে শিক্ষকদের সাথে উঁচু স্বরে কথা বলেন। হঠাৎ করে তিনি উপরের কক্ষ থেকে নেমে এসে ক্লাসে চিল্লাচিল্লি শুরু করেন। এতে আমরা ভয় পাই এবং মনোযোগ নষ্ট হয়। যা পড়াশোনার পরিবেশ নষ্ট করে।’

এ ঘটনায় অভিভাবকরাও ক্ষোভ প্রকাশ করে বলেন, একজন সাবেক সভাপতির এমন আচরণে স্কুলের সুনাম ক্ষুণ্ন হচ্ছে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হচ্ছে।

সচেতন মহলের প্রতিনিধি সাইফুদ্দিন সুমন বলেন, ‘এটি অত্যন্ত নিন্দনীয় ঘটনা। স্কুল পরিচালনার দায়িত্ব যাদের হাতে, তাদের উচিত অবিলম্বে ওই কক্ষ শিক্ষামূলক কাজে ফিরিয়ে আনা এবং অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড বন্ধ করা।’

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা লাকী বড়ুয়া বলেন, ‘তিনি স্কুলের সাবেক সভাপতি থাকাকালীন থেকে কক্ষটি নিজের দখলে রেখেছেন। মাঝে মধ্যে শ্রেণি কক্ষে ঢুকে শিক্ষকদের সাথে চেঁচামেচি করতেন। তিনি স্থানীয় ও প্রভাবশালী হওয়ায় ভয়ে বিষয়টি আমরা কাউকে জানাতে পারিনি। হাইস্কুলের ঘটনার পর আমরা বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’

শিক্ষাপ্রতিষ্ঠান শুধু পাঠদান নয় বরং শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশ নিশ্চিত করার জায়গা। এ ধরনের অনৈতিক দখলদারি ও অপব্যবহার সেই পরিবেশকে নষ্ট করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা(ভারপ্রাপ্ত) হাসান মুরাদ চৌধুরী বলেন, ‘বিষয়টি আমরা জেনেছি। ইউএনও মহোদয়ের হস্তক্ষেপে সুরহা করা হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুজাম্মেল হক চৌধুরী বলেন, ‘এটি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গাফিলতির ফল। কোনো প্রতিষ্ঠাতা বা সভাপতির স্কুল কক্ষ ব্যবহারের অধিকার নেই। প্রকৃত অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কেকে/এজে
আরও সংবাদ   বিষয়:  স্কুলেই বসবাস   সাবেক সভাপতি   শ্রেণি কক্ষ দখল  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ফের পিএস বিতর্কে আসিফ
ভাগ পেতেন ডিসি-এসপিরাও
রাজস্ব খাতের নেতৃত্ব দেবেন অভিজ্ঞরাই
কুমিল্লায় চাঁদাবাজি করতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত
খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ

সর্বাধিক পঠিত

মদনে স্ত্রীর নির্যাতন মামলায় সাবেক কমিশনার গ্রেফতার
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কৃষি সংস্কার ও খাদ্য নিরাপত্তার অভিযাত্রা
জয়পুরহাটে বজ্রপাতে আলু ব্যবসায়ীর মৃত্যু
জামালপুরে পূবালী ব্যাংকের সহযোগিতায় আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
‘আমি সিক্স পার্সেন্টে কাজ করেছি’, উপদেষ্টা আসিফের প্রেস সেক্রেটারির অডিও ফাঁস

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close