শুক্রবার, ২২ আগস্ট ২০২৫,
৭ ভাদ্র ১৪৩২
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২২ আগস্ট ২০২৫
শিরোনাম: ফের পিএস বিতর্কে আসিফ      ভাগ পেতেন ডিসি-এসপিরাও      রাজস্ব খাতের নেতৃত্ব দেবেন অভিজ্ঞরাই      ইতা‌লির প্রধানমন্ত্রী মেলোনির ঢাকা সফর বাতিল      সাগর-রুনির পরিবারকে বুঝিয়ে দেয়া হলো রাজউকের প্লট      মহানবী (সা.) এর সিরাতই তরুণদের চরিত্র গঠনের রোল মডেল: ধর্ম উপদেষ্টা       নারীর জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টি টেকসই উন্নয়ন অর্জনের জন্য জরুরি      
খোলাকাগজ স্পেশাল
তরুণ ভোটার টানতে কৌশলী বিএনপি
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ১১:৪২ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তরুণ ভোটারদের টানতে নানা কৌশল অবলম্বন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। প্রযুক্তিনির্ভর যুবশক্তি গড়ার পরিকল্পনাসহ দিচ্ছে নানা প্রতিশ্রুতি। 

বিশেষ করে সাম্প্রতিক বিভিন্ন প্রোগ্রামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া বক্তব্যেও তরুণদের নিয়ে দলটির ভাবনার কথা প্রকাশ পাচ্ছে। এ ছাড়া সরকারের পক্ষ থেকেও তরুণ ভোটারদের করা হচ্ছে আলাদা মূল্যায়ন। আগামী নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
 
নতুন ও তরুণ ভোটারদের ইস্যুতে কথা বলছেন রাজনৈতিক বিশ্লেষকরাও। তাদের মতে, দেশের মোট ভোটারের প্রায় এক-তৃতীয়াংশই তরুণ। আগামী নির্বাচনেও ‘ফ্যাক্টর’ হবে এই তরুণ ভোট। আর এ বিষয়টিকে মাথায় রেখে কাজ করতে হবে রাজনৈতিক দলগুলোর।

মঙ্গলবার আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে ‘যুব সমাজের প্রত্যাশা ও বিএনপির পরিকল্পনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভায় প্রধান অতিথি বক্তব্যে তরুণদের সফলতার যাত্রাকে সহজ করতে বিএনপি পরিকল্পনা ও বাস্তবায়নের উদ্যোগ নিয়ে কাজ করছে বলে জানান তিনি। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আগামীতে প্রযুক্তিগত চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণ ও যুবশক্তিকে সব ধরনের সহায়তার লক্ষ্যে এরই মধ্যে বিএনপি প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে। 

প্রযুক্তি শিক্ষায় দক্ষ হিসেবে নিজেদের গড়ে তুলতে তরুণ-যুবশক্তিদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনাদের সাফল্যযাত্রাকে সহজ করার জন্য বিএনপি সম্ভাব্য সব পরিকল্পনা ও বাস্তবায়নের উদ্যোগ নিয়ে কাজ করছে। বিএনপি বিশ্বাস করে প্রযুক্তিনির্ভর তারুণ্য এবং যুবশক্তি গড়তে হলে প্রযুক্তিগত কর্মদক্ষতা অবশ্যই বাড়াতে হবে।

তারেক রহমান বলেন, নিজেদের প্রয়োজনে যুবশক্তিকে প্রযুক্তিনির্ভর করে গড়ে তুলতে হবে। পাশাপাশি সাংস্কৃতি প্রতিভা অন্বেষণের পাশাপাশি ক্রীড়াক্ষেত্রেও ‘নতুন কুঁড়ি’ চালু করবে বিএনপি। কারিগরি শিক্ষার পাশাপাশি ক্রীড়া শিক্ষাকে কারিকুলামে অন্তর্ভুক্ত করা হবে।

আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে দেশ গড়ার আহ্বান জানিয়েছেন তারেক রহমান বলেন, আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিন, দেশ গড়ার সুযোগ দিন। ভোট দিলে ধানের শীষে, দেশ গড়ব মিলেমিশে। 

যুবসমাজের ভূমিকা নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘একটি সচেতন যুবসমাজ সবকিছু বদলে দিতে পারে এবং অতীতেও দিয়েছে। শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট শাসককে তারা বিদায় করেছে। আমাদের হাতে এখন একটি চমৎকার ভিত্তি রয়েছে, যা কাজে লাগিয়ে দেশকে সামনে এগিয়ে নিতে হবেÑ যেমনটি শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মাত্র তিন বছরের মধ্যেই করে দেখিয়েছিলেন।’

মঙ্গলবার বিকালে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল আয়োজিত ‘যুব সমাজের প্রত্যাশা ও বিএনপির পরিকল্পনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিজস্ব সংগ্রামের ফলেই আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমাদের দায়িত্ব হচ্ছে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধ নির্বাচন আয়োজন করা। এ বিষয়ে দলের সব সহযোগী সংগঠনকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

দেশবাসীর জন্য একটি সুন্দর ভবিষ্যৎ গঠনের আহ্বান জানিয়ে ফখরুল বলেন, আমাদের সংগ্রামের কথাগুলো মনে রেখেই আসুন আমরা সবাই মিলে এই দুঃখ কষ্টগুলো কাটিয়ে একটি সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখি। আমার ছোট ভাইবোনের মুখে হাসি ফোটাই, একটি সুন্দর সমাজ গড়ে তুলি। অন্যথায় আমাদের এত চেষ্টা, সংগ্রাম ও রক্তপাত সব বৃথা হয়ে যাবে।

তিনি আরো বলেন, একটা কথা সব সময় বলা হয় যত দোষ নন্দ ঘোষ। দেশে যতকিছু খারাপ তার সবই বিএনপির ওপর চাপিয়ে দেওয়া হয়। এগুলো ইচ্ছাকৃতভাবে করা হয়। কারণ, বিএনপি সামনের দিনের সম্ভাব্য সারথি এবং ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার যোগ্য দল। তাই তাকে খাটো করার জন্যই এসব অপপ্রচার।

কেকে/ এমএস
আরও সংবাদ   বিষয়:  তরুণ ভোটার   কৌশলী   বিএনপি  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ফের পিএস বিতর্কে আসিফ
ভাগ পেতেন ডিসি-এসপিরাও
রাজস্ব খাতের নেতৃত্ব দেবেন অভিজ্ঞরাই
কুমিল্লায় চাঁদাবাজি করতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত
খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ

সর্বাধিক পঠিত

মদনে স্ত্রীর নির্যাতন মামলায় সাবেক কমিশনার গ্রেফতার
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কৃষি সংস্কার ও খাদ্য নিরাপত্তার অভিযাত্রা
জয়পুরহাটে বজ্রপাতে আলু ব্যবসায়ীর মৃত্যু
‘আমি সিক্স পার্সেন্টে কাজ করেছি’, উপদেষ্টা আসিফের প্রেস সেক্রেটারির অডিও ফাঁস
জামালপুরে পূবালী ব্যাংকের সহযোগিতায় আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close