ফেনীর সোনাগাজীর নবাবপুর ইউনিয়নে বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্ত জেলে সম্প্রদায়ের আত্ম-কর্মসংস্থানের লক্ষ্যে সোশ্যাল এইড এর অর্থায়নে ১৫ জেলে পরিবারের মাঝে জাল ও নৌকা বিতরণ করা হয়।
মঙ্গলবার (১২ আগস্ট) বিকালে নবাবপুর বন্দর মার্কেট (পাহালিয়া নদী) এলাকায় জাল ও নৌকা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সোশ্যাল এইডের প্রোগ্রাম ম্যানেজার এম নাছির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমা। বিশেষ অতিথি ছিলেন নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলম জহির, সোশ্যাল এইড বাংলাদেশের নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ বাবুল আকতার, ইউপি সদস্য নজরুল ইসলাম প্রমুখ।
উপকারভোগী বলাই চন্দ্র দাস জাল ও নৌকা পেয়ে খুশিতে আত্মহারা হয়ে বলেন, এ নৌকা ও জাল দিয়ে বৌ বাচ্চার মুখে অন্ন তুলে দিতে পারবো আশাকরি। বন্যা পরবর্তী একেবারে বেকার হয়ে পড়েছিলাম। বয়সও হয়েছে। এখন এ জাল নৌকা চলার একমাত্র অবলম্বন।
উল্লেখ্য, ৩১ জেলে পরিবারকে জাল ও নৌকা বিতরণ করা হবে। প্রথম পর্যায়ে ১৫ জেলে পরিবারকে দেওয়া হয়েছে। পরবর্তীতে ধাপে ধাপে বাকিদের দেওয়া হবে।
কেকে/এজে