রাজধানীর রমনার মৌচাকে ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের বেসমেন্টে পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেটকার থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১১ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে রোগী ভর্তি থাকার তথ্য দিয়ে ঢাকা মেট্রো-গ ৩৬-৩৭৪৫ নম্বরের প্রাইভেটকারটি মেডিকেলের গ্যারেজে প্রবেশ করে। দুপুর ১১টার দিকে গাড়ির ভেতরে মরদেহ থাকার খবর পায় পুলিশ।
নিহতরা হলেন— নোয়াখালী জেলার চাটখিল উপজেলার রামনারাপুর ইউনিয়নের মিজান এবং খিলপাড়া ইউনিয়নের জাকির হোসেন (২৪)।
পুলিশ জানায়, একজনের মরদেহ ড্রাইভারের পাশের সিটে এবং অন্যজনের মরদেহ পেছনের সিটে পাওয়া যায়। গরমের কারণে মরদেহে পচন শুরু হয়েছে।
গাড়িটির মালিক উত্তরা এলাকার জোবায়ের আহমেদ সৌরভ। ঘটনাস্থলে থানা পুলিশের পাশাপাশি সিআইডির ক্রাইম সিন ইউনিট ও র্যাব উপস্থিত হয়ে আলামত সংগ্রহ করছে।
রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, ‘ঘটনাটি তদন্তাধীন। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি।’
কেকে/ এমএস