লালমনিরহাট কালিগঞ্জ উপজেলার শামসুদ্দিন কমর উদ্দিন ডিগ্রি কলেজ মাঠে সামছুদ্দিন স্মৃতি ফাউন্ডেশন চাপারহাট এর আয়োজনে সামছুদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়।
শনিবার (৯ আগস্ট) বিকালে বেলুন ও শান্তির প্রতীক কবুতর উড়িয়ে খেলার শুভ উদ্বোধন করা হয়।
জেলা বিএনপির সহসভাপতি ও আদিতমারী-কালিগঞ্জ আসনের বিএনপির প্রার্থী রোকন উদ্দিন বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত খেলার শুভ উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার জয়ন্ত কুমার সেন, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ রমজান আলী, শামসুদ্দিন কমর উদ্দিন ডিগ্রি কলেজ অধ্যক্ষ সালেহ আহমেদ, সরকারি আদিতমারী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাজুল ইসলাম, সরকারি কালিগঞ্জ ডিগ্রি কলেজে অধ্যক্ষ তৈয়বুর রহমান, কালিগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিধান চন্দ্র, যুগ্ম আহ্বায়ক প্রভাষক সামসুজ্জামাস সবুজ ও ভোটমারী ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন প্রমুখ।
ফুটবল টুর্নামেন্টে উপজেলার ৮ টি ইউনিয়ন ফুটবল দল অংশগ্রহণ করবে।
উদ্বোধনী খেলায় তুষভান্ডার ইউনিয়ন একাদশ স্বাগতিক চন্দ্রপুর ইউনিয়ন একাদশকে দুই এক গোলে পরাজিত করে।
কেকে/ এমএস