নোয়াখালী চাটখিলের একটি মাদ্রাসায় দাখিলে কৃতকার্য কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়ছে।
শনিবার (৯ আগস্ট) সকাল ১১টায় উপজেলার নোয়াখলা ইউনিয়নের ইউনুছ-হালিমা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার আয়োজনে হলরুলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার সিনিয়র সহকারী শিক্ষক আবদুল আউয়ালের সঞ্চালনায় সুপার মাওলানা আবদুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মল্লিকা দীঘির পাড় ফাজিল ডিগ্রি মাদরাসা অধ্যক্ষ মাওলানা আবদুল মান্নান, গভর্নিং বডির সিনিয়র সহসভাপতি মাওলানা মাহবুবুর রহমান, মোহাম্মদ নাছির উদ্দীন, সদস্য গাজী মোশাররফ হোসেন সেলিম, স্বপ্না আকতার, অবসর প্রাপ্ত শিক্ষক মোহাম্মদ আলী ও শিক্ষক প্রতিনিধি মো. রাসেল মির্জা।
আলোচনা সভা শেষে সদ্য দাখিল পরীক্ষায় পাস করা শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
কেকে/এজে