‘আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা ও ভবিষ্যৎ গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তার সার্থক প্রয়োগ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে বান্দরবানে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক আদিবাসী দিবস।
শনিবার (৯ আগস্ট )সকালে বান্দরবান আদিবাসী দিবস উদযাপন কমিটির আয়োজনে রাজারমাঠ প্রাঙ্গনে আয়োজন করা হয় এক গণসংগীত এবং আলোচনা সভা।
এসময় বান্দরবান আদিবাসী দিবস উদযাপন কমিটি এর সভাপতি ডা.মং উষাথোয়াই এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কেএসমং।
সাংবাদিক ও কথা সাহিতিক এহসান মাহমুদ, বাংলাদেশ যুব ইউনিয়নের সভাপতি খান আসাদুজ্জামান মাসুম, অ্যাডভোকেট উবাথোয়াই মার্মা, নারী নেত্রী সুচিত্রা তংচঙ্গ্যাসহ বান্দরবান আদিবাসী দিবস উদযাপন কমিটি বিভিন্ন নেতৃবৃন্দরা এসময় উপস্থিত ছিলেন।
আদিবাসী দিবসে নৃত্য পরিবেশন
অনুষ্ঠানে পার্বত্য জেলা বান্দরবানে বসবাসরত ১১টি আদিবাসী জনগোষ্ঠির জীবনধারণ ও সংস্কতি নিয়ে বিভিন্ন গণসংগীত ও নৃত্য পরিবেশন করা হয়। এসময় চাকমা,মারমা,ত্রিপুরা,বম ,লুসাই ,খুমীসহ ১১টি আদিবাসী জনগোষ্ঠির নারী ও পুরুষেরা বর্নিল সাজে সেজে এ আয়োজনে অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা সরকারকে দ্রুত সময়ে আন্তর্জাতিক আদিবাসী দিবসের দ্রুত বাস্তবায়ন এবং আদিবাসীদের জীবন ও সংস্কতির ধারা উন্নয়নের জন্য সরকারের কাছে জোর দাবি জানান।