ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে চেক জালিয়াতি মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি উপজেলা বিএনপির সদস্য মো. হাবিবুল আলম রতনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৮ আগস্ট) দুপুরে রতনকে আদালতে সোপর্দ করে ঈশ্বরগঞ্জ থানা-পুলিশ। এর আগে গতকাল বৃহস্পতিবার আনুমানিক রাত ১১ টার দিকে রাজধানীর বাড্ডা থানা এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে রতনকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতার রতনের বাড়ি ঈশ্বরগঞ্জ পৌর এলাকার দত্তপাড়া গ্রামে। সে ওই গ্রামের মো. আব্দুর রশিদের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, চেক জালিয়াতি মামলায় আদালতের ৬ মাসের সাজাপ্রাপ্ত গ্রেফতারি ওয়ারেন্টভুক্ত আসামি দীর্ঘদিন পলাতক ছিলেন।
এবিষয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি বলেন, 'উপজেলার বিএনপির আহ্বায়ক কমিটিতে মাহবুবুল আলম রতনের নাম থাকলে সে আমাদের দলীয় পরিচিতি সভা, পরপর তিনটি মিটিংয়ে অনুপস্থিত ও সাংগঠনিক কোন কাজে সম্পৃক্তা না থাকায় আমরা ধরে নিয়েছি সে আমাদের সাথে সম্পৃক্ত নেই। ইতোপূর্বে রতনের বিরুদ্ধে অনেক প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আমাদের কাছেও এসেছে। জেলা নেতাদের সাথে কথা বলে এবং উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যদের সাথে আলোচনা সাপেক্ষে তার বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, রতনকে চেক জালিয়াতি মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টমূলে তাকে ঢাকার বাড্ডা থানা এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। আজ শুক্রবার তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
কেকে/এআর