তাড়াশে ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ রেকর্ড বৃষ্টি
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ১২:৩০ পিএম

সংগৃহীত ছবি
সিরাজগঞ্জের তাড়াশে ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ১৬৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
শনিবার (১ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত দেশের সর্বোচ্চ তাড়াশ উপজেলায় বৃষ্টিপাত রেকর্ড করা হয় ১৬৫ মিলিমিটার। যা এই সময়ে দেশের মধ্যে সর্বোচ্চ।
শুক্রবার (৩১ অক্টোবর ) রাত ৯টা থেকে বিজলিসহ শুরু হয় বৃষ্টিপাত। রাত দেড়টার দিকে আকাশে বেশ কয়েকটি তীব্র বিজলি চমক দেখা যায়, সঙ্গে শোনা যায় বজ্রপাতের বিকট শব্দ। প্রথমে গুঁড়িগুঁড়ি বৃষ্টি দিয়ে শুরু হলেও পরে বৃষ্টির পরিমাণ বাড়তে থাকে।
এদিকে বজ্রপাতের শব্দে ঘরেঘরে ঘুম থেকে জেগে উঠেছেন অনেকেই। এছাড়া উপজেলার ৮টি ইউনিয়নে রাত থেকে আজ দুপুর পর্যন্ত বিদ্যুৎ নেই।
তাড়াশ উপজেলা আবহাওয়া অধিদপ্তর জানান, অতিভারী বর্ষণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে তাড়াশে।
তাড়াশ উপজেলা কৃষি অফিসার শর্মিষ্ঠা সেন গুপ্তা জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ জানার জন্য এসও'দের কে মাঠ পযার্য়ে পাঠানো হয়েছে।
কেকে/এআর