অবিশ্বাস্য হলেও সত্য—পুলিশের নাকের ডগায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় প্রকাশ্যে গুলি করে ছাত্র হত্যা মামলা সহ ১১টি মামলার আসামি আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সুমন মৃধা ওরফে ‘পিস্তল সুমন’।
সুমন মৃধা শিমুলিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শফি মৃধার ছেলে। আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের বাড়ইপাড়া এলাকায় ঘুরে দেখা গেছে এই চাঞ্চল্যকর বাস্তবতা।
এলাকাবাসীর দাবি, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে অত্র অঞ্চলের ফুটপাত থেকে শুরু করে ব্যবসা-বাণিজ্য, জুটের ব্যবসা নিয়ন্ত্রণ, মাদক ব্যবসা সহ সবকিছুর মূল হোতা ছিলেন মো. সুমন মৃধা। তার বিরুদ্ধে ছাত্র-জনতা হত্যা মামলা, অস্ত্র মামলা ও ডাকাতি মামলা সহ মোট ১১টি মামলা রয়েছে।
অভিযোগ রয়েছে—মামলার আসামি হয়েও তিনি এখনো এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন, চালিয়ে যাচ্ছেন আগের মতো জুট ব্যবসা, মাদক ও চাঁদাবাজি। ভয়ে তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পান না।
নাম প্রকাশে অনিচ্ছুক এক এলাকাবাসী বলেন, “আমরা দীর্ঘদিন ধরে সুমন মৃধার বিভিন্ন অপকর্ম, অত্যাচার সহ্য করে আসছিলাম। আমরা ভেবেছিলাম ৫আগস্টের পর হয়তো আমরা এর থেকে মুক্তি পাবো, কিন্তু দুঃখের বিষয় সুমন মৃধা এখনো তার দলবল নিয়ে এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। আমরা অবিলম্বে এই খুনি সন্ত্রাসীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”
সরেজমিনে জানা যায়, এখনো বাড়ইপাড়া, কবিরপুর ও জিরানী এলাকার বেশিরভাগ অংশে সুমন মৃধার সশস্ত্র বাহিনী নিয়ন্ত্রণ বজায় রেখেছে। এছাড়া অত্র অঞ্চলের ১৫–২০টি পোশাক কারখানার জুট ব্যবসা থেকে শুরু করে সব কিছুই তার নিয়ন্ত্রণে।
আরও জানা গেছে, সুমন মৃধার যাবতীয় ব্যবসা-বাণিজ্য দেখভালের দায়িত্বে রয়েছেন তার মামাতো ভাই শিমুলিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মো. রুবেল শেখ।
এলাকাবাসী অভিযোগ করে বলেন, মূলত বিএনপি নেতা মোহাম্মদ রুবেল শেখের আশ্রয় প্রশ্রয়ে সুমন মৃধা এখনো এলাকায় প্রকাশ্যে সবকিছু করার সাহস পাচ্ছে।
তবে এ বিষয়ে রুবেল শেখ বলেন, “এটি সত্য যে সুমন মৃধা আমার মামাতো ভাই কিন্তু তার সঙ্গে আমার কোন ব্যবসায়িক বা রাজনৈতিক সম্পর্ক নেই।”
এ বিষয়ে জানতে চাইলে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, “চিহ্নিত সন্ত্রাসী এবং ছাত্র হত্যা মামলার আসামি মো. সুমন মৃধাকে এলাকায় দেখা গেছে তথ্যটি পাওয়ার পর থেকে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে। দ্রুত তাকে গ্রেফতার করে আওতায় আনা হবে।”
কেকে/ আরআই