‘সম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’-এই প্রতিপাদ্যে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় জাতীয় সমবায় দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে উপজেলা পরিষদের হলরুমে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে সমবায় খাতের বর্তমান চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা শফিকুল ইসলাম আকন্দ। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান।
উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহবুবুল আলম।
সভায় বক্তারা বলেন, ‘সুশাসন, স্বচ্ছতা ও যৌথ উদ্যোগের মাধ্যমে সমবায় খাত আরও শক্তিশালী হলে স্থানীয় অর্থনীতি সমৃদ্ধ হবে এবং কর্মসংস্থান বৃদ্ধি পাবে।’
সমবায় ব্যবস্থাকে এগিয়ে নিতে সকলের সমন্বিত প্রচেষ্টা জরুরি বলেও উল্লেখ করা হয়।
কেকে/এমএ