গভীর রাতে নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মশাল মিছিলের সময় পাঁচজনকে আটক করা হয়েছে।
শনিবার (১ নভেম্বর ) রাত আনুমানিক দেড়টার দিকে ফতুল্লার রঘুনাথপুর এলাকার ঢাকা–নারায়ণগঞ্জ লিংক রোডের পাসপোর্ট অফিসের সামনে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন— ফাহিম আহম্মেদ (২৩), মো. নিরব হোসেন (১৮), মো. ফয়সাল (২০), অনিক আহমেদ অনিন (২১), আবির (১৫)।
জানা যায়, রাতের অন্ধকারে ছাত্রলীগের ৪০-৫০ জন নেতাকর্মী মশাল হাতে হঠাৎ ঝটিকা মিছিল বের করে। বিষয়টি জানাজানি হলে জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মিছিলটি প্রতিহত করেন এবং পাঁচজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশের টহল দল ঘটনাস্থল থেকে একটি ব্যানার, কয়েকটি মশাল, লাঠি ও একটি পিকআপ ভ্যান জব্দ করে।
এ বিষয়ে ফতুল্লা থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক মেহেদী হাসান জানায়, মিছিল করার সময় ছাত্রলীগের ৫ জনকে আটকের পরে তাদের থানায় আনা হয়। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
কেকে/এআর