চট্টগ্রামের ফটিকছড়িতে পারিবারিক বিরোধের জেরে বৈকুণ্ঠ চন্দ্র নাথ নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
গত বুধবার বিকেলে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের পূর্ব আজিমপুর জয়রাম মহাজন বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, চাচা বৈকুণ্ঠ চন্দ্র নাথ ও ভাতিজা প্রবাসী সবু নাথের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। বুধবার বিকেলে ওই বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সবু নাথ তার চাচাকে ধাক্কা দিয়ে ফেলে বেধড়ক পিটাতে থাকেন। এতে বৈকুণ্ঠ চন্দ্র নাথের মাথায় গুরুতর আঘাত লাগে। আহত অবস্থায় তাঁকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেলে বৈকুণ্ঠ চন্দ্র নাথ মারা যান।
এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার বৈকুণ্ঠ চন্দ্র নাথের পরিবারের পক্ষ থেকে ফটিকছড়ি থানায় একটি মামলা দায়ের করা হয়।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমেদ বলেন, “ঘটনার পর থেকে মামলার প্রধান আসামি সবু কান্তি নাথ পলাতক রয়েছেন। তার স্ত্রী টিংকু রানী নাথকে আটক করা হয়েছে।”
কেকে/ আরআই