বান্দরবানের গালেঙ্গ্যা ইউনিয়নে ভালুকের আক্রমণে এক জুমচাষী আহত হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) সকালে ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের রুইফপাড়া এলাকায় নিজ জুম ক্ষেতের কলার ছড়ি সংগ্রহের সময় আক্রমণের শিকার হন কাইংপ্রে ম্রো নামে ওই জুমচাষী।
৭ নম্বর ওয়ার্ডের মেম্বার ঙানরাও ম্রো বলেন, প্রতি সপ্তাহের শনিবার চিম্বুক পাহাড়ের পোড়া বাংলায় হাট-বাজারের দিন। হাটে নেয়ার জন্য আজ সকালে নিজের জুম বাগান থেকে কলারছড়ি সংগ্রহ করছিলেন কাংপ্রে ম্রো। বাগানটি পাড়া থেকে প্রায় দুই কিলোমিটার দূরে, এক পর্যায়ে একটি ভালুক এসে অতর্কিতভাবে তাকে আক্রমণ করে। এতে তার মুখ, ডান পাশের বুক ও পেটে গুরুতর জখম হয়। এসময় কিছুটা দূরে থাকা আরেক নারীর চিৎকারে ভালুকটি পালিয়ে যায়।
সংবাদ পেয়ে স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহত কাইংপ্রেকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন দায়িত্বরত চিকিৎসক। তবে আহতের স্বজনরা তাকে মালুমঘাটের মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালে ভর্তি করেন।
বান্দরবান সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. দিলীপ চৌধুরী বলেন, “ভালুকের আক্রমণে আহত ব্যক্তির শরীরের বিভিন্নস্থানে ক্ষত হয়েছে, প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের নির্দেশনা দেয়া হয়েছে।”
কেকে/ আরআই