বিএনপির জাতীয় নির্বাহী পরিষদের সদস্য অ্যাডভোকেট রফিক শিকদার বলেছেন, দেশ পুনর্গঠনে প্রথম কাজ হবে ভোটাধিকার ফিরিয়ে আনা এবং যারা নির্যাতন ও হত্যাকাণ্ড চালিয়েছে তাদের বিচার নিশ্চিত করা। বাংলাদেশের জনগণ গত ১৬ বছর ভোটাধিকার থেকে বঞ্চিত। তাই আজ আমাদের জাতীয় দায়িত্ব অনেক বেড়ে গেছে।
১৬ বছর আওয়ামী লীগ ভালো থাকলেও, ১৮ কোটি মানুষ কষ্টে ছিল। দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে এবং যারা হাজারো নেতাকর্মীকে গুম-খুন করেছে তাদের আইনের আওতায় আনতে হবে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ১১ টায় বিএনপি আয়োজিত জুলাই গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় ফ্যাসিবাদবিরোধী বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
রফিক শিকদার বলেন, স্বৈরাচারী সরকারের শাসনামলে আমাদের হাজার হাজার নেতাকর্মীকে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে। শতশত পরিবার আজো তাদের প্রিয়জনের অপেক্ষায় দিন কাটাচ্ছে। এই অন্যায়ের বিচার করতে হবে। দেশের জনগণ যেন আবার নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেটি নিশ্চিত করাই হবে আমাদের আন্দোলনের মূল লক্ষ্য।
তিনি বলেন, গত চারটি জাতীয় নির্বাচনে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। বারবার ভোটের অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা ইতোমধ্যে জানিয়েছেন, আগামী নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যেই অনুষ্ঠিত হবে। আমরা বিশ্বাস করি, সেই নির্বাচনে জনগণ তাদের ভোটাধিকার পুনরুদ্ধার করবে।
উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে রফিক শিকদার বলেন, গত ১৬ বছর ধরে আপনারা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছেন। এই ব্রাহ্মণবাড়িয়ার আমাদের অনেক নেতাকর্মী গুম হয়েছেন। হাজারো নেতাকর্মী আহত হয়েছেন, মামলা-হামলার শিকার হয়েছেন। আমরা আজ সেই সব শহিদ ভাইদের স্মরণ করছি, যারা জীবন দিয়েছেন গণতন্ত্রের জন্য। তাদের আত্মার মাগফিরাত কামনা করি। যারা এখনো নির্যাতিত, আমরা সবসময় তাদের পাশে আছি এবং বিএনপি ভবিষ্যতেও তাদের পাশে থাকবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মতিয়ুর রহমান জালু, জেলা জাসাসের সহসভাপতি সোহেল আফসার, উপজেলা বিএনপির নেতা আল-আমীন সরকার, বকুল মিয়া প্রমুখ।
কেকে/এআর