গাজীপুরে ‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’—এই প্রেরণামূলক স্লোগানকে সামনে রেখে শুরু হয়েছে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৫।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে গাজীপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৫ শুরু হয়।
ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা মো. বশিরুল আল মামুনের সভাপতিত্বে এবং ফরেস্ট রেঞ্জার মইনুল হোসেন তালুকদারের সঞ্চালনায় জেলা প্রশাসনের কনফারেন্স রুমে উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফিন।
পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও গিতা পাঠের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন ঢাকা বন বিভাগের সহকারী বন সংরক্ষক শামসুল আরেফিন।
প্রধান অতিথির বক্তব্যে গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফিন বলেন,‘বৃক্ষ শুধু অক্সিজেন দেয় না, এটি একটি বরকতময় দান। প্রতিটি গাছ লাগানো সদকার সমান। পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও মানব জীবনে গাছের অবদান অনস্বীকার্য। আমাদের নতুন প্রজন্মকে প্রাথমিক স্তর থেকেই গাছের যত্ন ও ভালোবাসা শেখাতে হবে।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) মোতাছেম বিল্ল্যাহ, স্থানীয় সরকারের উপপরিচালক আহম্মেদ হোসেন ভূঁইয়া, গাজীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. রফিকুল ইসলাম খান এবং বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মনির হোসেন।
অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরিবেশ সচেতনতায় প্রাণসঞ্চার করে। পরে ভাওয়াল রাজবাড়ী মাঠে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে সাত দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করা হয়। মেলাটি গাজীপুরের মানুষের পরিবেশপ্রেমকে আরো গভীরভাবে উদ্বুদ্ধ করে তোলে।
মেলায় ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা, পরিবেশবান্ধব প্রযুক্তি ও সচেতনতামূলক প্রদর্শনী স্থান করে নেয়। শিক্ষার্থীদের উপস্থিতি মেলাকে প্রাণবন্ত করে তোলে—তারা আগ্রহভরে বিভিন্ন চারা সংগ্রহ করে এবং পরিবেশ রক্ষায় নিজেকে যুক্ত করার প্রতিশ্রুতি ব্যক্ত করে।
সবুজের চারা হাতে, হৃদয়ে আশা—গাজীপুরের এই উদ্যোগ হয়ে উঠছে টেকসই ভবিষ্যতের এক উজ্জ্বল দৃষ্টান্ত।
কেকে/এএস