ফেনীর সোনাগাজী উপজেলার আওতাধীন ৯টি ইউনিয়ন ও পৌর সভার ৯ টি ওয়ার্ডের বিএনপির বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সংগঠনের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এবং সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দেওয়ায় সোনাগাজী উপজেলা বিএনপি ও পৌর বিএনপি এ সিদ্ধান্ত নিয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলু এবং সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, “মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারণে সোনাগাজীর আওতাধীন ৯টি ইউনিয়ন বিএনপির কমিটি বাতিল করা হলো। শীঘ্রই নতুন কমিটি গঠন করা হবে।”
বুধবার (০৬ আগস্ট) পৌর বিএনপির আহ্বায়ক মঞ্জুর হোসেন বাবর ও সদস্য সচিব নিজাম উদ্দিনের সাক্ষরিত পৌর সভার আওতাধীন ৯ ওয়ার্ডের এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, “মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারণে সোনাগাজী পৌর সভার আওতাধীন ৯টি ওয়ার্ডের বিএনপির কমিটি বাতিল করা হলো। শীঘ্রই নতুন কমিটি গঠন করা হবে।”
তৃণমূলের একাধিক নেতা বলেন, দীর্ঘ সময় সাম্প্রতিক বিলুপ্ত কমিটি ছিল। আমরা চাই এবার যোগ্য ও দুঃসময়ের ত্যাগীদের দিয়ে নতুন কমিটি করা হয়।
সৈয়দ আলম ভূঞা বিষয়টি নিশ্চিত করেন এবং বলেন, মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারণে সোনাগাজীর আওতাধীন ৯টি ইউনিয়ন বিএনপির কমিটি বাতিল করা হলো। শীঘ্রই নতুন কমিটি গঠন করা হবে।