কেরানীগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩ আগস্ট, ২০২৫, ৬:২৬ পিএম

স্বেচ্ছাসেবক লীগ নেতা রমজান আলী। ছবি : প্রতিনিধি
কেরানীগঞ্জ মডেল থানার সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও জিনজিরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার মো. রমজান আলী (৪৭) কে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৩ আগস্ট) সকাল ৯টা ৫ মিনিটে কেরানীগঞ্জ মডেল থানাধীন বন্দ ডাকপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। এরপর তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়।
রমজান আলীর বিরুদ্ধে জুলাই বিপ্লবে ছাত্র হত্যাসহ সন্ত্রাস বিরোধী একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছেন পুলিশ।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল হক ডাবলু গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
কেকে/ এমএস