‘সমাজে যারা অসচ্ছল, দরিদ্র, সুবিধাবঞ্চিত, টাকার অভাবে টিউশন ফি ও বই কিনতে পারেন না, তাদের দায়িত্ব আমাদের’—এমন মন্তব্য করেছেন মল্লিকা দীঘিরপাড় ফাজিল (ডিগ্রি) মাদরাসার গভর্নিং বডির সভাপতি মহিন উদ্দিন।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ১১ টায় শিক্ষার্থীদের সংবর্ধনা, অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরবি প্রভাষক আমজাদ হোসেনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ মাওলানা আবদুল মান্নান।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী মুন্না, সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী ভুট্টো, গভর্নিং বডির সহসভাপতি ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন, বিদ্যুৎসাহী মেজবাহ উদ্দিন বিপু, কাউসার হামিদ তুহিন, শিক্ষক মোহাম্মদ হুমায়ুন, বিএনপির নেতা সাইফুল ইসলাম বিপ্লব, জামায়াত নেতা মঞ্জুরুল ইসলাম, অভিভাবক প্রতিনিধি মাওলানা খোরশেদ আলম ও অভিভাবক প্রতিনিধি মমিনুল ইসলাম মনু।
এসময় উপস্থিত ছিলেন ইউনুছ-হালিমা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসা সুপার আবদুস সালাম ও স্থানীয় ব্যক্তিবর্গ, অভিভাবকবৃন্দ।
অতিথিদের আলোচনা সভা শেষে সদ্য এসএসসি পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত ও অন্যান্যদের কৃতিত্বের জন্য সম্মাননা স্মারক প্রদান করা হয়।
কেকে/ এমএস