নাটোরের লালপুর থেকে নিলা বেগম নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে উপজেলার নান্দ-রায়পুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নিলা একই গ্রামের মোজাফফর হোসেনের স্ত্রী।
ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির এএসআই মুস্তাফিজুর রহমান জানান, নিজ ঘরে রাতে নিলার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে জানায় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। ঘটনার পর থেকেই নিহতের স্বামী মোজাফফর হোসেন ও শ্বশুর খোশবার হোসেন পলাতক রয়েছে।
পুলিশ নিহত নীলা বেগমের শাশুড়ি মর্জিনা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। পুলিশ আরো জানায়, নিহত নিলা পার্শ্ববর্তী ছোট ময়না গ্রামের নেফাজ আলী সরকারের মেয়ে। নিলার চার বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। এটি আত্মহত্যা নাকি হত্যা তা তদন্ত করে দেখছে পুলিশ।
কেকে/এআর