উন্নত মানের চক্ষু চিকিৎসা সেবায় আস্থার প্রতীক হিসেবে গড়ে তুলতে মনোরম পরিবেশে নওগাঁ সদর উপজেলার সার্কিট হাউজ সংলগ্ন এলাকায় নওগাঁ ইসলামিয়া চক্ষু হাসপাতাল অ্যান্ড ফ্যাকো সেন্টারের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১ আগস্ট) সকালে অনারম্বর পরিবেশে ডাক্তার শফিকুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে হাসপাতালের শুভ উদ্বোধন করেন স্থানীয় উন্নয়ন সংস্থা মৌসুমীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস কে এম মজনু-নুল হক।
এ সময় আরো উপস্থিত ছিলেন মৌসুমী’র নির্বাহী পরিচালক হোসেন শহীদ ইকবাল, ডা. কামাল আহমেদ, ডা. মঈনুদ্দীন, ডা. মইনুল হক দুলদুল, প্রফেসর শরিফুল ইসলাম খানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মৌসুমী’র উপ নির্বাহী পরিচালক এরফান আলী। হাসপাতালটি মৌসুমী এনজিও ও অংশী জনের যৌথ উদ্যোগে পরিচালিত হবে।
কেকে/ এমএস