সোমবার, ১৩ অক্টোবর ২০২৫,
২৮ আশ্বিন ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
শিরোনাম: ১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার      জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ      রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা      ২০০ তালেবান সৈন্যকে হত্যার দাবি পাকিস্তানের      বাতিল হওয়ার শঙ্কায় বিশ্বজয়ী আর্জেন্টিনার ভারত সফর      বিচারব্যবস্থাকে ব্যবহার করে দেশে স্বৈরশাসন পাকাপোক্ত হয়েছিল      প্রেসক্লাবে শিক্ষকদের ছত্রভঙ্গে সাউন্ড গ্রেনেড-লাঠিচার্জ      
ফিচার
শাপলা-শালুকে নয়নাভিরাম দৃশ্য
মুগ্ধতা ছড়াচ্ছে অনিন্দ্য সুন্দর ‘মাধবপুর লেক’
মো. এহসানুল হক, মৌলভীবাজার
প্রকাশ: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ১০:১৯ পিএম
মাধবপুর লেক। ছবি : প্রতিনিধি

মাধবপুর লেক। ছবি : প্রতিনিধি

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি মৌলভীবাজারের কমলগঞ্জে প্রকৃতিপ্রেমীদের মাঝে মুগ্ধতা ছড়াচ্ছে অনিন্দ্য সুন্দর ‘মাধবপুর লেক’। 

মৌলভীবাজার জেলা শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের মাধবপুর চা বাগানের ১১ নং সেকশনে অবস্থিত লেকটি দেশি বিদেশি পর্যটক-দর্শনার্থীদের হাতছানি দেয়। প্রায় তিন কিলোমিটার দৈর্ঘ্যের মাধবপুর লেকের আয়তন ৫০একর।

প্রাকৃতিকভাবে সৃষ্ট এই নয়নাভিরাম লেকে একটি বিশাল জলাশয়, যা সুউচ্চ পাহাড় ও চা বাগানের সবুজে মোড়ানো।  চারপাশের সবুজ  বনানি, পাখির কিচিরমিচির, চা বাগান-টিলার মাঝে স্বচ্চ জলাধার সব মিলিয়ে মনোমুগ্ধকর দৃশ্য লেকটিকে প্রকৃতিপ্রেমিদের মাঝে প্রতিনিয়ত মুগ্ধতা ছড়াচ্ছে। প্রতি বছর প্রায় লক্ষাধিক পর্যটক-দর্শনার্থী মাধবপুর লেকের সৌন্দর্য উপভোগ করতে আসেন।

সম্প্রতি সরেজমিন গিয়ে দেখা যায়, চারদিকে সুউচ্চ পাহাড়ের মাঝখানে অবস্থিত অপরূপ সৌন্দর্যে ঘেরা লেকটির চারপাশে প্রাকৃতিক নিস্তব্ধতা, পাহাড়ি সৌন্দর্য ও নয়নাভিরাম দৃশ্য। লেকে চোখে পড়ে শাপলাসহ নানা জাতের জলজ উদ্ভিদ, স্বচ্চ পানি, সুনীল আকাশ আর গাঢ় সবুজ পাহাড়, শাপলা শালুকের উপস্থিতি আর জলজ পাখির কলতান পরিবেশটাকে আরও মনোমুগ্ধকর করে তুলেছে। টিলার মাঝেই টলমলে জলের হ্রদ। লেকে ভাসছে শাপলা-শালুক। ছায়াবক্ষের ডালে বসে ডাকছে পাখিরা। প্রকৃতিপ্রেমীরা এই লেকে এসে খুঁজে পান অপার শান্তি। মুগ্ধ হয়ে উপভোগ করেন ছায়া সুনিবিড় পরিবেশ ও ছবির মতো চা বাগানের মনোরম এ দৃশ্য। 


হ্রদের দু-পাশের টিলাগুলোতে চায়ের গাছ। চা-বাগান যেন হ্রদকে দুই পাঁজর দিয়ে আগলে রেখেছে। এটি মূলত মাধবপুর চা-বাগানেরই অংশ। চা-গাছের ফাঁকে ফাঁকে চিরল পাতার ছায়াবৃক্ষ। হ্রদের তীর ঘেঁষে চেনা-অচেনা অনেক ঝোপঝাড়। ঝোপঝাড়ে ফুটে আছে হরেক রকমের মায়া লাগা বুনো ফুল। হ্রদের পাড়ে পাড়ে চা-গাছের ফাঁকে ফাঁকে ঘুরে বেড়ানোর মজাই আলাদা। 

হ্রদের পাড় ঘেঁষে হাঁটার জন্য চা-বাগান কর্তৃপক্ষ তৈরি করেছেন সরু পথ। টিলার ওপর আছে তাঁবু। ঘুরতে ঘুরতে ক্লান্তি পেলে এখানে একটু জিরিয়ে নেওয়া যায়। টিলার ওপর থেকে যেদিকেই চোখ যায়, দেখা মেলে বনের নীল রেখা। অনেক দূরে গিয়ে নীল রেখা যেন ছুঁয়েছে আকাশের সীমা। মাধবপুর লেকে একসঙ্গে জল, পাহাড়, চা-বাগান, আর বুনো নির্জনতার আমেজ মেলে। প্রকৃতির এমন মেলবন্ধন কোথায় মেলে। 

শাপলা-শালুকের নয়নাভিরাম দৃশ্য

শাপলা-শালুকের নয়নাভিরাম দৃশ্য


খুলনা থেকে মাধবপুর লেক দেখতে আসা পর্যটক তাসনিম তৃষা বলেন, পরিবারের সকল সদস্যদে নিয়ে লেক দেখতে এসেছি।  লেকের পরিবেশ এতটাই মনোরম যে সবুজ গাছপালা এবং পাহাড়ি হাওয়ার মৃদু পরশ শরীর-মনে প্রশান্তি এনেছে। টিলা আর চা বাগানের মাঝে অবস্থিত সুবিশাল লেকটির অপরূপসৌন্দর্যে বেশ মুগ্ধ হয়েছি। যারা একবার এ লেকটির সৌন্দর্য উপভোগ করতে আসবেন আশা করি আমার মতো তনোমন ভালোলাগার আবেশে বিমোহিত হবেন। 

ঢাকা থেকে লেক দেখতে আসা শরিফ আব্দুল্লাহ বলেন, এখানকার মনোরম পরিবেশ ও মনজুড়ানো দৃশ্য দেখে মোহিত হলাম। লেকের শান্ত, স্নিগ্ধ পরিবেশ, চারপাশে বড় বড় গাছ, চা বাগান সব মিলে এখানকার পরিবেশটাই অন্যরকম। বার বার আসতে মন চায় এই চা বাগানের লেকে। 

স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা মনে করছেন, যদি অবকাঠামোগত আরো উন্নয়ন ও পর্যটনবান্ধব ব্যবস্থাপনা আরও শক্তিশালী করা গেলে মাধবপুর লেক হতে পারে দেশের অন্যতম পর্যটন কেন্দ্র। তবে পর্যটকদের সচেতনতা ও প্রাকৃতিক পরিবেশ রক্ষার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখার আহবান জানিয়েছেন পরিবেশবিদরা। 

শান্ত, স্নিগ্ধ পরিবেশে অবগাহন করতে চাইলে মাধবপুর লেক হতে পারে আপনার কাক্ষিত পর্যটন স্পট। মাধবপুর লেকে যেতে হলে ট্রেন বা বাসে করে শ্রীমঙ্গল অথবা কমলগঞ্জে আসতে হবে। এখানে আন্ত:নগর ট্রেনের যাত্রা বিরতি আছে। তারপর কমলগঞ্জের ভানুগাছ চৌমুহনা থেকে মাধবপুর লেক। প্রাইভেট কার বা সিএনজিচালিত অটোরিকশায় সেখানে যাওয়া যায়। রাতে থাকতে হলে কমলগঞ্জ ও শ্রীমঙ্গলে বেশ কিছু রিসোর্ট আছে। সেখানে থাকা যাবে।

কেকে/ এমএস
আরও সংবাদ   বিষয়:  শাপলা   শালুক   নয়নাভিরাম দৃশ্য   মাধবপুর লেক  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ট্রাক ভাড়া করে ঘুরে ঘুরে ডাকাতি করত তারা
শিশু বলাৎকার ও হত্যার অভিযোগে কিশোর গ্রেফতার
১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার
মুরাদনগরের ওসি জাহিদুরের বিরুদ্ধে পক্ষপাতিত্বসহ নানা অভিযোগ, অপসারণ দাবি
জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ

সর্বাধিক পঠিত

আসছে নাটক ‘অপ্রকাশিত ভালোবাসা’
চিকিৎসক ও জনবল সংকটে ব্যাহত হচ্ছে স্বাস্থ্য সেবা
রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত
পাল্লা বাজারে রক্তলাল শাপলার মনভোলানো সমাহার
কালাইয়ে বিএনপির গণমিছিল ও লিফলেট বিতরণ

ফিচার- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close