জামালপুরের বকশীগঞ্জে চুরি হওয়া ১৫টি মোবাইল ফোন উদ্ধারের পর মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে বকশীগঞ্জ থানা কম্পাউন্ডে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন মালিকের কাছে মোবাইল ফোনগুলো হস্তান্তর করেন দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম। এ সময় বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ উপস্থিত ছিলেন।
এর আগে বকশীগঞ্জ থানায় সাধারণ ডায়েরিমূলে বকশীগঞ্জ থানা পুলিশ পৃথক পৃথক অভিযানে বিভিন্ন মালিকের চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করেন। উদ্ধার হওয়া মোবাইলগুলো আনুষ্ঠানিকভাবে মালিকদের কাছে হস্তান্তর করেন পুলিশ।
মোবাইল পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশের কাছে কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জানান উদ্ধার হওয়া মোবাইল মালিকরা।
বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, চুরি হওয়া মোবাইল উদ্ধারে আমরা সবোর্চ্চ গুরুত্ব দিয়ে কাজ করে থাকি। তাই আমরা চুরি হওয়া মোবাইল ফোনগুলো উদ্ধার করেছি এবং মালিকদের কাছে হস্তান্তর করেছি।
কেকে/এএস