কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৩৯ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
শনিবার (২৬ জুলাই) রাতে ডিবি পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বড়ভিটা ইউনিয়নের বড়ভিটা মহাবিদ্যালয়ের মাঠে অভিযান চালিয়ে ৩৯ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও মাদক বিক্রির নগদ অর্থসহ একজনকে আটক করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ডিবি পুলিশের ওসি মো. বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে জানান,গ্রেফতারকৃত যুবকের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আজ সকালে কুড়িগ্রাম কারাগারে প্রেরণ করা হয়েছে।
কেকে/ এএস