ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহসভাপতি ও বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ বলেছেন, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে অশুভ কোনো শক্তিকে দাঁত ডাবাতে দেয়া হবে না। যেকোনো অশুভ শক্তিকে প্রতিহত করা হবে।
শনিবার (২৬ জুলাই) বিকালে উপজেলা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কৃষিবিদ পলাশ বলেন, ‘বাঞ্ছারামপুরের মাটি বিএনপির ঘাঁটি। এখানে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে অশুভ কোনো শক্তিকে দাঁত ডাবাতে দেয়া হবে না। জামাত-এনসিপি ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। বাঞ্ছারামপুরের ঐক্যবদ্ধ বিএনপির বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে—তাদের শক্ত হাতে প্রতিহত করা হবে।’
জেলা বিএনপির সদস্য ও বাঞ্ছারামপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছালে মুছার সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা, সহআইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মহসিন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাইবুর হাসান মাসুম, সাংগঠনিক সম্পাদক শুকড়ি সেলিম, যুবদলের আহ্বায়ক হারুন আকাশ, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক আবু কালাম, মহিলা দলের সভাপতি তানিয়া, সাধারণ সম্পাদক বিউটি আক্তার, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক রোস্তম আলী, প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম, দেলোয়ার হোসেনসহ ইউনিয়ন পর্যায়ের অঙ্গ সংগঠনের নেতারা।
কেকে/এজে