‘কুয়াকাটা বাঁচাও, পর্যটন বাঁচাও’ এ স্লোগানকে সামনে রেখে কুয়াকাটা সমুদ্র সৈকত রক্ষার দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা।
শনিবার (২৬ জুলাই) দুপুরে স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠনের আয়োজনে কুয়াকাটা ট্যুরিজম পার্ক সংলগ্ন সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এসময় বক্তব্য রাখেন কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান, কুয়াকাটা জামায়াতে ইসলামীর সাবেক সভাপতি মাইনুল ইসলাম মান্নান ও কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষারসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতা কর্মীরা।
মানববন্ধনে পৌর বিএনপি, জামায়াত ও প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠনের শত শত মানুষ ভিন্ন ভিন্ন ব্যানার নিয়ে অংশগ্রহণ করেন।
এসময় বক্তারা বলেন, অব্যাহত ভাঙ্গনে সৈকতের সৌন্দর্য ও পরিবেশ ধ্বংস হওয়ার ফলে পর্যটকদের আগ্রহ কমে যাচ্ছে, যা কুয়াকাটার পর্যটন শিল্পের জন্য হুমকি। তাই দ্রুত সময়ের মধ্যে সৈকতের সৌন্দর্য রক্ষার্থে এবং ভাঙ্গন রোধে স্থায়ী পদক্ষেপ নেয়ার অনুরোধ জানান বক্তারা।
কেকে/ এমএস