রাষ্ট্রীয় কর্মসূচি অনুযায়ী আজ শনিবার ব্রাহ্মণ বাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
শনিবার (২৬ জুলাই) সকাল ১০ টায় শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস আরা।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সহযোগিতায় অনুষ্ঠানে শতাধিক নারী-পুরুষ যুবা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি দুইটি পর্বে দেখানো হয়। এরমধ্যে প্রথম পর্বে ভিডিও কনফারেন্সে জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে লাখো কন্ঠে শপথ পাঠের কেন্দ্রীয় অনুষ্ঠানে সংযুক্ত করা হয় এবং দ্বিতীয় পর্বে সমাজগঠনে নারী ও শিশুর সুরক্ষা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস আরা ।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জালাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাবেয়া সুলতানা ইভা, উপজেলা আইসিটি বিভাগের কর্মকর্তা ফজিলাতুন্নেছা, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান দুধ মিয়া মাস্টার ও প্রাণী সম্পদ কর্মকর্তা।
এছাড়াও উপজেলার জুলাই আন্দোলনে শহিদ চার জনসহ আহতদের সুস্থতা ও নিহতদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
অনুষ্ঠানে কেন্দ্রীয়ভাবে সরাসরি যুক্ত হয়ে ভার্চুয়ালি শপথ বাক্য পাঠ করান ইউএনও ফেরদৌস আরা। শপথপত্রে নারী ও শিশু নির্যাতন দূর করে শহরে গ্রামের মানবাধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করার অঙ্গীকার করা হয়।
ইউএনও ফেরদৌস আরা বলেন, ‘অন্যায়, দুর্নীতি, বৈষম্য, নারী নির্যাতন আর দারিদ্রের অপমান থেকে মুক্ত করবো আমাদের মাতৃভূমিকে।’
সবশেষে, বাঞ্ছারামপুর সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
কেকে/এজে