মুজিববাদ এখনো মাথাচাড়া দিয়ে উঠার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
শুক্রবার (২৫ জুলাই) দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের আলফাত স্কয়ারে এনসিপি আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের মানুষ গত ৫ আগস্ট মুজিববাদের বিরুদ্ধে রায় দিয়ে দিয়েছে। জনগণ তাদের বিতাড়িত করে দেশ ছাড়া করেছে। তাদের (আওয়ামী লীগের) ফাঁদে আর কেউ পা দেবে না।
তিনি আরো বলেন, এলাকায় এলাকায় দুর্বৃত্তায়নের রাজনীতি আবার শুরু হচ্ছে। মুজিববাদ যে পুনর্বাসিত হচ্ছে, তার সঙ্গে ফিরছে চাঁদাবাজি, দখলদারিত্বের রাজনীতি। এসব প্রতিরোধে জাতীয় ঐক্য প্রয়োজন।
নাহিদ ইসলাম বলেন, আমরা এমন একটি দেশে বাস করি, যেখানে বাসের ফিটনেস নেই, বিমানের ফিটনেস নেই, মানুষের ফিটনেস নেই, এমনকি রাষ্ট্রেরও ফিটনেস নেই। শেখ হাসিনা একটি ফিটনেসবিহীন রাষ্ট্র চাপিয়ে দিয়েছেন। এনসিপি ফিটনেসবিহীন রাষ্ট্র চায় না। জুলাই শক্তিকে সঙ্গে নিয়ে আমরা এদেশকে পরিবর্তনের দিকে নিয়ে যেতে চাই।
তিনি মুজিববাদের বিরুদ্ধে আইনি প্রতিরোধের পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। তার ভাষায়, মুজিববাদ মানে মুজিব না, মুজিববাদ মানে ফ্যাসিবাদ। মুজিববাদ মানে গুম-খুন-ধর্ষণ এবং মানবাধিকারের চরম লঙ্ঘন। এটি গণতন্ত্র হত্যাকারী ও দলীয় শাসনব্যবস্থার প্রতীক।
পথসভায় আরো বক্তব্য রাখেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমীন প্রমুখ।
এ ছাড়া উপস্থিত ছিলেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারাসহ দলীয় নেতাকর্মীরা।
কেকে/এএম