মুন্সিগঞ্জের সিরাজদীখান উপজেলায় একটি পুকুর থেকে ২৩ দিনের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৫ জুলাই) সকালে উপজেলার কেয়াইন ইউনিয়নের শুলপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহত শিশুর নাম সৌভিক মণ্ডল। তিনি শ্রীনগর উপজেলার পূর্ব হাসাড়া গ্রামের প্রবাসফেরত দীনেশ মণ্ডল স্ত্রী ও সিরাজদীখান উপজেলা কেয়াইন ইউনিয়নের শুলপুর গ্রামের মৃত মধুসূদন মন্ডলের মেয়ে সারথী মণ্ডল দম্পতির একমাত্র সন্তান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটির মা সারথী মণ্ডল দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় রয়েছেন। কিছুদিন আগে তিনি তার নবজাতক সন্তানকে নিয়ে বাবার বাড়ি শুলপুরে আসেন।
শুক্রবার ভোরে শিশুটিকে ঘরে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে শিশুটির মামা কমন মন্ডল বাড়ির পাশের পুকুরে শিশুর মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে সিরাজদীখান থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মা সারথী মণ্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে।
শিশুটির মামা কমন মন্ডল বলেন, শিশুকে উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। লাশ শ্রীনগর থানায় রয়েছে।
কেয়াইন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য নয়ন রোজারিও বলেন, সারথী মণ্ডল প্রায় দুই বছর ধরে মানসিক ভারসাম্য হারিয়েছেন। এ কারণে তাঁর স্বামী দীনেশ মণ্ডল দেড় বছর আগে দুবাই থেকে দেশে চলে আসেন। ভোরে শিশুটিকে খুঁজে না পেয়ে পরিবারের লোকজন চারদিকে খোঁজাখুঁজি করেন। পরে পুকুরে শিশুটির মরদেহ পাওয়া যায়।
সিরাজদীখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান বলেন, শিশুটির মরদেহ শ্রীনগর থানার মাধ্যমে উদ্ধার করা হয়েছে। তার মা মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে। তাঁকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান।
কেকে/এএম